Windows চলে গেলে কিভাবে আবার সেট আপ দিতে হয়। [যারা boot mood খুজে পাচ্ছেন না, তাদের জন্য।]

আসসালামু আলাইকুম। বড় ভাইগন সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর মেহেরবানীতে ভালোই আছেন। তাছাড়া টেকটিউনসের সবাই ভালোই থাকে, কারন সবাই এখানে নিত্য নতুন বিষয়াবলি জানতে/শিখতে পারে। যাইহোক, এটি আমার প্রথম টিউন টেকটিউনসে। তাই ভুলের জন্য অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার মূল আলোচনায় আসা যাক।

আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মেম্বার, আমাদের অনেক সময় অনেক কিছু মেনেজ করে চলতে হয়। যেমন ধরুন আমার লেপটপের কথাই। আমি যখন এটা সেকেন্ড হ্যান্ড কিনি তখন থেকেই এর ব্যাটারী ভালো না। আর তার জন্য অনেক সমস্যায় ও পরতে হয়। যেমন কারেন্ট চলে গেলে সাথে সাথে পিসি অফ হয়ে যায়।

এর জন্য অনেকের অনেক গুরুত্বপূর্ণ কাজ আবার প্রথম থেকে করতে হয়। এভাবে হঠাত পিসি বন্ধ হওয়ার কারনে অনেক সময় আপনার windows ও ছেড়ে দিতে পারে। তখন আবার নতুন করে সেটাপ দিতে হয়। যারা দিতে পারেন তারা তো মাশা আল্লাহ ভালো। কিন্তু যারা পারেন না তারা কি করবে? চিন্তা নেই টেকটিউনস তো আছেই। আমি নিজেও এখান থেকেই শিখেছি।

আমরা সবাই জানি ওইন্ডোজ সেটাপ দেয়ার জন্য প্রথমে Boot menu থেকে 1st boot mood এ সিডি ডিভিডি সিলেক্ট করতে হয়। কিন্তু আমার মত (আমার acer Aspire 5570 laptop) যদি আপনার boot menu তে 1st boot mood না ই  থাকে তাহলে আপনি কি করবেন।

যারা এমন সমস্যায় আছেন তাদের জন্য আজকে আমার এই টিউন।

তো চলুন সমাধানের পথ খুজি:

  • পিসির সুইচ টিপে অন করুন।
  • লাইট আসার সাথে সাথে F2 বাটনে চাপুন।
  • এখন Main ট্যাব এ গিয়ে F12 Boot Menu Disabled থাকলে Enabled করে দিন।

এবার সেভ করে নিন।

  • আপনার Windows CD টা পিসিতে ঢুকিয়ে নিন।
  • এবার নতুন করে পিসি স্টার্ট করুন।
  • আলো আসার সাথে সাথে F12 বাটনে চাপুন।

নিচের মত আসবে

  • এখান থেকে IDE CDROM সিলেক্ট করুন।
  • এখন দেখুন মজা... 🙂

কি পাইছেন তো?

বাকি কাজ তো আগে থেকেই জানেন। যদি তারপরও সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন টিউমেন্টে। আশা করি টিউনটি উপকারে আসবে। যদি কোন ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি।

Level 2

আমি HM Sharif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস