উইন্ডোজ PE এর পূর্ণরূপ Windows Preinstallation Environment বা সংক্ষেপে Windows PE।এটি সীমিত সুবিধা সম্পন্ন সাধারন Win32 চালিত অপারেটিং সিস্টেম। এটি বানানো হয়েছে সাধারনত OEM বা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাচারাস দের জন্য (অর্থাত যারা ডিভাইস তৈরি করে)। কোনো ডিভাইসে উইন্ডোজ ইনস্টল না করেও সেই ডিভাইস এর ওপর কিছু কাজ চালাতে এটি ব্যবহৃত হয়। উইন্ডোজ পিই - উইন্ডোজ ভিসটা কার্নেলকে ভিত্তি করে তৈরি। ডিভাইসকে উইন্ডোজ অপারেটিং ইনস্টল করার জন্য উপযোগী করা হয়;উইন্ডোজ পিই/PE এর মাধ্যমে। উইন্ডোজ PE এর মাধ্যমে ব্যাকআপ, রিকোভারি এর মতন গুরুত্ববহ কাজ করা হয়।Boot Disc ও এটির ওপর পরিচালিত হয়।
আপনার উইন্ডোজ বুট হচ্ছে না, ফাইল রিকভারি সহ নানা রকম কম্পিউটার সমস্যার জন্য Boot Disc কাজের জিনিস।Windows PE অথবা Linux এর অপর ভিত্তি করে Boot Discs তৈরি করা হয়।অনেক সময় ডাটা রিকভারী,এন্টিভাইরাস,হার্ডড্রাইভ ব্যাকআপ/রি-স্টোর এই শ্রেনীর সফটওয়্যারগুলি বুট ডিস্ক তৈরি করার সুবিধা প্রদান করে এবং এটি রেসকিউ ডিস্ক নামেও পরিচিত।এসব সফটওয়্যার উইন্ডোজে ব্যবহার করার ফলে দূর্ঘটনা বশত কিছু হয়ে গেলে বা অন্য কোন সমস্যার সমাধান পাওয়া যায়। ধরুন, আপনার কোন গুরুত্ববহ পিডিএফ ডিলিট হয়ে গেল! তখন নিশ্চয়ই Recuva এর মতন ডাটা রিকভারী সফটওয়্যার ডাউনলোড দিবেন এবং রিকোভার করার চেষ্টা করবেন। তবে ঝুকি থাকে; ডিলিটেড ফাইল রি-এডিট হবার।
ফাইল রিকোভার করার চান্স বাড়াতে চাইলে দ্রুত কম্পিউটারটি সাট ডাউন করে Bootable Win32PE Boot Disc দ্বারা ওপেন করে Windows Preinstallation Environment এ Recuva চালাতে হবে। Boot Disc সাধারনত লিনাক্স বা উইন্ডোজ পিই এর ওপর ভিত্তি করে তৈরি হয়।তবে উইন্ডোজ পিই এর আছে সেরা হার্ডওয়্যার সাপোর্ট এবং ব্যবহারকারীরা এর সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবে।লিনাক্স এর তুলনায় উইন্ডোজ পিই বেশী কাজের।তবে উইন্ডোজ PE এর সিস্টেম চাহিদা বেশী।উইন্ডোজ PE 5.1 এর জন্য ৫১২ এমবি স্পেস লাগে; এর ওপর ড্রাইভার,অ্যাড-অন ইত্যাদি যোগ করতে চাইলে আরও বেশী জায়গা লাগবে।
যাইহোক,আজ আমরা উইন্ডোজ PE এর ওপর নির্ভরশীল ৫ টি ফ্রী বুট ডিস্ক সম্পর্কে জানব। যেগুলো সকল কম্পিউটার টেকনিশিয়ান এমনকি সাধারণ ব্যবহারকারীরও আয়ত্তে থাকা উচিত।
প্যারাগন সফটওয়্যার বেশী পরিচিত তাদের হার্ডড্রাইভ ম্যানেজমেন্ট সফটওয়্যার এর জন্য।শেয়ারওয়্যার থেকে ভিন্ন, Paragon এর আরেকটি ফ্রী অ্যাপলিকেশন হল Paragon Rescue Kit 14 Free Edition।এতে রয়েছে কতগুলো গুরুত্ববহ টুলস; যেমন: ভার্চুয়াল ডিক্সে ব্যাকআপ/রিস্টোর,বুট কারেক্টর/বুট প্যারামিটারস,পার্টিশন রিস্টোর করা যেগুলো ভুলবশত ডিলিট হয়ে গিয়েছিল এবং ফাইল ট্রান্সফার। তবে রেজিস্ট্রি এডিটর ও পাসওয়ার্ড ক্লিনার কেবল লিনাক্স এর জন্য উপলব্দ্ধ; উইন্ডোজ PE তে নেই।রিকভারি মিডিয়া তৈরি করতে প্যারাগন রেসকিউ কিট এর জন্য উইন্ডোজ অটোমেটেড ইন্সটলেশন কিট,ডেভেলপমেন্ট কিট এর প্রয়োজন হয় না। এই বিল্ডারটি কারেন্ট অপারেটিং সিস্টেমের WIM Image ব্যবহার করে থাকে।
প্রক্রিয়া চলাকালীন Advance মোড অপশন এনেবল করে দিতে হবে স্টোরেজ ও নেটওয়ার্ক ডিভাইস ড্রাইভার উন্মুক্ত করার জন্যে।
লেজেসফট রিকোভারি সুইট হোম ফ্রী এডিশন-- ফ্রী কেবল নন-কমার্শিয়াল ব্যবহারের জন্য। এটা একটা উইন্ডোজ PE বুট ডিস্ক তৈরি করতে সক্ষম; কিছু মডিউল এর দ্বারা আপনাকে সাহায্য করার মাধ্যমে। যেমন : বুট Error রিপেয়ার এর মাধ্যমে ক্র্যাশড উইন্ডোজ রিকোভার করা,দূর্ঘটনাবশত ডিলিট হয়ে যাওয়া কোনো কিছু রিকোভার করা, ডিস্ক ইমেজ ক্লোনিং বা তৈরি করা। উইন্ডোজ সিরিয়াল নাম্বার রিকোভার করা এবং পাসওয়ার্ড রিসেটিং এর মতন কাজ এটি দিয়ে করা সম্ভব।
লেজেসফট এর মাধ্যমে উইন্ডোজ PE তৈরি করা জন্য Burn CD/USB Disk ক্লিক করতে হবে। উইন্ডোজ ৭,৮,১০ এর হিসেবে ও ৩২ ও ৬৪ বিট হিসেবে এখানে সামঞ্জস্য রেখে যেকোন ভার্সনের Windows PE তৈরি করা যাবে; এর জন্য অপশন বাটনটি ক্লিক করতে হবে। দরকারী ফাইলগুলো সফটওয়্যারটি অটোমেটিক ডাউনলোড করে নেবে যদি কম্পিউটারে সেগুলি না থাকে।
Aomei টেকনোলজি, কোম্পানিটি তাদের ব্যাকআপ সফটওয়্যার Backupper এর জন্য অধিক পরিচিত। তবে তারা Windows PE ভিত্তিক বুটেবল মিডিয়া বিনামূল্যের প্রোগ্রাম AOMEI PE Builder উন্মুক্ত করেছে। এটি Windows Recovery Environment কে ব্যবহার করে একটি Windows PE তৈরি করে।উইন্ডোজ রিকোভারি এনভাইরনমেন্ট উইন্ডোজের নতুন ভার্সন, যেমন : ৭,৮,১০ এর ভেতর থাকেই।আলাদাভাবে WAIK বা ADK ডাউনলোড করার প্রয়োজন পরে না।
এই Aomei PE Builder টি দেখতে নরমাল উইন্ডোজ ডেক্সটপ এর মত লাগে। কেননা এটি উইন্ডোজ ডেক্সটপ ও এক্সপ্লোরার এর সাথে আসে; যেটি প্যারাগন বা লেজেসফট দ্বারা তৈরি Windows PE তে পাওয়া যায় না।
আপনি কি উইন্ডোজ ৮.১ Pre-built Windows 8.1 PE খুজছেন? আর খুজতে হবে না; Gandalf’s Windows 8.1 PE ব্যবহার করুন। এটাতে রয়েছে একটি ডেক্সটপ,এক্সপ্লোরার, স্টার্টমেনু রিপ্লেসমেন্ট (StartisBack), কম্পপ্রেশন টুলস,ইমেজ ভিউয়ার,হার্ড ড্রাউভ টুল,ভিডিও প্লেয়ার,ওপেন অফিস,রিমোট একসেস টুল যেমন : অ্যামি এডমিন,রিমোট ডেক্সটপ,টিম ভিউয়ার), এন্টিম্যালওয়্যার (ক্ল্যামউইন,ম্যালওয়্যার বাইটস) ইত্যাদি। ISO Image ফরমেটে Gandalf’s Windows 8.1 PE এর সাইজ ১.৮ জিবি এবং X64 ও X86 দুটি ভার্সনের জন্যই এটি এভেইলেবল।Gandalf’s Windows 8.1 PE এ যেসব টুল এভেইলেবল এগুলো হয় ফ্রী অথবা ট্রায়াল ভার্সন। সুতরাং এটি একটি দৃশ্যমান সকল কিছু ফ্রী! তবে পাইরেটেড প্রোগ্রাম।
Winbuilder 2015 নতুন এবং নতুনভাবে লেখা WinBuilder 082 এর নতুন ভার্সন যা ২০১১ সাল থেকে কোনো আপডেট পায়নি। আগের Winbuilder 082 এ ছিল সুন্দর গ্রাফিকাল ইউজার ইন্টারফেস, বাটনস ও গ্রাফিক্স। তবে লেটেস্ট WiNBuilder 2015 এসেছে একটি সিম্পল রূপে যা কেবল এক্সেপ্ট করে কমান্ডস।কমান্ড Promts এর মতন। নতুন এই ভার্সন টি চালিত হচ্ছে জাভা দিয়ে তাই অন্যান্য অপারেটিং সিস্টেমেও চালনা করা সম্ভব। WinBuilder 082 ব্যবহার সহজ হলেও আগে Error উইন্ডোজ বিল্ডিং প্রোসেস এর মতন সমস্যা দেখা দিত।
নতুন ভার্সনটি ভালো; এখানে একটি সিঙ্গেল কমান্ড; যেমন: "AUTO" দিলেই Windows PE বুটেবল ডিস্ক তৈরি করার সম্পূর্ণ প্রোসেস শুরু হয়ে যাবে; Windows এর ISO Image ডাউনলোড সহ!
ভালো লাগলে টিউমেন্ট করুন। বেশী বেশী করে শেয়ার করুন। টেকটিউনস ট্রিনিটি এর সাথেই থাকুন।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।