আসসালামুআমাইকুম
আপনারা সবাই কেমন আছেন।
আজ আমি আপনাদের দেখাব, আমার কি ভাবে অতি সহযে আমাদের Windows কে শখের Mac করে তুলতে পারি।আমাদের মধ্যে অনেকেই আছেন যারা Mac চালাতে চান। কিন্তু চালাতে পারেন না টাকার অভাবে, এবার আর চিন্তা নেই কেননা আপনার Windows এই পাবেন মেক চালানোর অবিঞ্জতা। এই কাজটি অনেক সহয এবং আমি চেষ্টা করেছি সহয করে তুলে ধরতে। এই কাজটি আপনি আপনার উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ ৮.১, উইন্ডোজ ১০ ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে তার সমাধান শুরু করি
১) একটি Software
2) সামান্য কিছু সময়।
এখন নিচের দিকে ছবি দিলাম।
আশাকরি আপনারা সবাই পারবেন। আপনাকে অবশ্যই কাজটি ভালভাবে বুঝতে হবে। সেই জন্য আমি এটা ভিডিও আকারে দিলাম। নিচের ভিডিওটি দেখুন আর Mac তৈরি করে ফেলুন।
টিউটোরিয়ালে ভরা একটি বিষেশ Channel। মনচাইলেই ঘুরে আসতে পারেন।
আপনাদের কোন বুঝতে আসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবেন তার সাথে আপনার মতামত। (বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন।)
বিদায় নিচ্ছি ভাল থাকবেন।
আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।