সবাই ভাল আছেন তো ? আশা করি সবাই ভাল আছেন। এটা আমার 60 তম টিউন। অনেক দিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আজকের টিউনের বিষয় এতক্ষনে বজতে পারছেন। আমরা কাজ করার সময় মাঝে মাঝে একটা প্রবলেমে পরতে হয় সেটা হচ্ছে Not Responding এই টাইপের লেখা আসে আর সব কাজ শেষ। মুলত এই ঝামেলাটায় যারা পরছেন তাদেরকে উদ্দেশ্য করে আমার এই টিউন।
1. টাক্সবারে মাউন পয়েন্টার রেখে স্টাট টাক্স ম্যানাজারে ক্লিক করুন
2. তার পর এখান থেকে অ্যাপিকেশ এ যান।
3. এবার দেখতে পাবেন রানিং প্রগামা গুলো যেমন আপনি ফটোশপে কাজ করছেন।
4. যেমন ফটোশোপ এ মাউন পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করুন এবং নিচে লক্ষ্য করুন লেখা আছে গো টু প্রসেজ
5. দেখুন অটোমেটিক ভাবে সিলেক্নট করা আছে ফটোশোপ (Photoshope.exe)
6. Photoshope.exe লেখার উপর রাইট বাটনে ক্লিক করুন এবং Set Priority এ যান এবং Set Priority হাই করে দিন। এবার বের হয়ে আসুন।
বোঝার সুবিধার্থে টিউটোরিয়াল দিলাম। এখান থেকে দেখে নিতে পারেন।
কারো বুঝতে অসুবিধা হলে টিউমেন্টে জানাবেন। আজ আর নয় আবার আসবো অন্য কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
টেকটিউনস
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।