Windows পাসওয়ার্ড রিকভার করার সবচেয়ে সহজ পদ্ধতিঃ
আমরা অনেক সময় Windows এর পাসওয়ার্ড ভুলে যাই। এমন ভুগান্তিতে অনেকে পড়েছেন। যেহেতু গুরুপ্তপূর্ণ অনেক সফটওয়্যার ইনস্টল করা থাকে। তাই পাসওয়ার্ড পুনোরুদ্ধার করতে না পারলে, নতুন করে Windows সেটআপ দিতে হয়, এবং আবার নতুন করে সকল সফটওয়্যার ইনস্টল করতে হয়। এটা খুব জামেলা ও বিরক্তিকর বটে।
আজকে আপনাদের স্ক্রিনসট-সহ Windows এর পাসওয়ার্ড রিকভার করার পদ্ধতি দেখাবোঃ
প্রথমে এই লিংকে ক্লিক করে iso ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর cd/dvd তে বার্ন করুন।
১. কম্পিউটার/ল্যাপটপের চালু করে BIOS এ প্রবেশ করে ‘ফার্স্ট বুট ডিভাইস cd/dvd সিলেক্ট করুন, তারপর cd/dvd ড্রাইভে cd/dvd প্রবেশ করিয়ে বুট করুন। বুটিং হওয়ার পর এখানে “Lazesoft Live CD [EMS Enabled]” সিলেক্ট করে এন্টার চাপুন।
২. তারপর Live CD থেকে ফাইল লোডিং হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করুন। চালু হলে এই অপশন টি দেখতে পাবেন। এখানে “Password Recovery” সিলেক্ট করে ক্লিক করুন।
৩. ড্রপ-ডাউন হতে ‘Reset Windows Password’ সিলেক্ট করে ‘Next’ চাপুন।
৪. তারপর আপনার অপারেটিং সিস্টেমের নাম দেখতে পাবেন এবং ‘Reset Local Password’ সিলেক্ট করে ‘Next’ ক্লিক করুন।
৫. এখানে আপনার কম্পিউটারের সকল ইউজার নাম গুলি দেখতে পাবেন। এখন আপনি যেই ইউজার নামের Password ভুলে গেছেন, সেটি সিলেক্ট করে ‘Next’ ক্লিক করুন।
৬. এখন ‘RESET/UNLOCK’ ক্লিক করুন। সফল হলে এখানে “The password reset successfully” মেসেজ দিবে। OK ক্লিক করুন। তারপর Finish ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট বা বন্ধ করে চালু করুন। দেখবেন কম্পিউটার চালু হতে কোন পাসওয়ার্ড (password) লাগবে না।
সাপোর্টেড ও পরিক্ষিত- Windows xp, Windows 7, 8.1, 10 and Windows Server 2012.
ধন্যবাদ সবাইকে।
এটি আমার প্রথম টিউন। আপনাদের মতামত ও দোয়া কামনা করছি।
আগামীতে আরো নতুন নতুন Windows, Linux, Cisco Networking, VMware vSphere ESXi এর উপর টিউটোরিয়াল নিয়ে হাজির হবো।
আমি নাজমুল সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।