আস্সালামু আলাইকুম আশাকরি সাবাই ভাল আছেন, আজ আমি আপনাদের সাথে Driver Pack solution 2011 শেয়ার করব তাো আবার মিডিয়া ফেয়ার থেকে, যদিো দেৌলত ভাই এটা নিয়ে আগে টিউন করেছেন তার পরো আমি আবার এটা নিয়ে লিখছি এ জন্য তার কাছে আমি ক্ষমা প্রার্থী।
যাহোক আসল কথায় আসা যাক এই সফটয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারে উইন্ডোজ দেোয়ার পর ড্রাইভারের কোন চিন্তা করতে হবে না। আপনি নিশ্চিন্তে যে কোন ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করতে পারেন। আমি এ পর্যন্ত ২টি ল্যাপটপ ২টি ডেস্কটপ কম্পিউপটারে কাজ করেছি। প্রত্যেকটাতে কাজ করেছে আশাকরি আপনাদের কম্পিউটারে ো কাজ করবে। আর হ্যা সফটয়্রারটি ২.৭৯ জিবি এটা নামিয়ে কাজ করতে পারেন আর একটা ফাইল আছে কয়েক কেবি সেটাতে নেট কানেকশন লাগবে। আপনারা যাতে নেট কানেকশন ছাড়া কাজ করতে পারেন সেজন্য আমি Driver Pack solution 2011 ২.৭৯ জিবি ফাইলটা মিডিয়া ফেয়ারে আপলোড করে দিয়ছি। এখানে থেকে ডাউনলোড করে নিন সমস্যা হলে ন। ডাউনলোড শেষে RaR সফট দিয়ে এক্সট্রাক্ট করে বা ISO ফাইল টি Mount করে
Open করুন দেখুন নিচে
এবার Expert Mode এ ক্লিক করলে আপনার কম্পিউটারের ড্রাইভার গুলেো দেখাবে।
এখন আপনি আপনার যেটা যেটা দরকার সেটাতে টিক দিয়ে বাম পাশে উপরে Install এ ক্লিক করলে কাজ শুরু হবে। আপনার কাজ শেষ। আশাকরি সাবার ভাল লাগবে। ধন্যাবদ।
আমি সোহানুজ্জামান সোয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।