আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্ তা’আলার অশেষ রহমতে ভাল আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।
আজ আমি আপনাদের এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করাব যেটার সাহায্যে আপনে আপনার wifi router অনান্য ব্যবহার কারিদের ইন্টারনেট বিছিন্ন করে দিতে পারবেন এই সফটওয়্যারটির নাম selfishnet এটি Windows operating system এর জন্য এটি আপনি আপনার windows চালিত ডেস্কটপ অথবা ল্যাপটপে ব্যবহার করতে পারে। এটি ব্যবহার খুবই সহজ। মাএ ১ এমবির এই সফটওয়্যার টি খুবই কার্যকর। নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন: ডাউনলোড
ব্যবহার প্রথমে zip ফাইলটি un zip করবেন তার পর winPcap ড্রাইভারটি install করবেন তার পর windows 7 above folder টাতে গিয়ে selfishnet নামের ফাইলটা run as administrator এ রান করাবেন। তার পর স্কান করতে হবে তারপর spoof ব্যাটনে ক্লিক করে যেই সব ডিভাসের নেট বিছিন্ন করতে চান ওগুলোতে টিক দেন। কাজ শেষ। এই সফটওয়্যারটি খুবই কার্যকর আমি ব্যবহার করি.সবাইকে ধন্যবাদ টিউনটি পরার জন্য। সবাই ভালো থাকুন। এরং টেকটিউনসের সাথেই থাকুন
আমি মুকসেতুর রহমান বিশাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পর winPcap ড্রাইভারটি install করবেন এই জায়গাটাই বুঝলাম না…