কম্পিউটারের Windows অটো আপডেট বন্ধ হবেই! সাথে ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করুন (100% কাজের)

সুপ্রিয় Techtunes কমিউনিটি,

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আমিও ভাল আছি।

Windows অটো আপডেট কী?

এ ব্যাপারে সব কম্পিউটার ইউসার দের মোটামোটি ধারনা থাকার কথা। আমি মনে করি এটি একটি কম্পিউটার ইউসার দের জন্য অভিষাপ (Just আমার মতে, আপনাদের নাও মনে হতে পারে hehe)।

এটি অনেকটা বিরক্তিকর একটি বিষয় যা অটোমেটিক ভাবে অন হয়ে আপানার গুরুত্বপূণ্য MB গুলা খেয়ে ফেলে! আর এমন যদি আপনার লিমিট নেট (যদি কেনা mb প্যাক থাকে), তাহলে কার না মেজাজ টা খারাপ হবে! আর আপনার MB গুলা এমননি ভাবে শেষ হবে যে আপনি টেরই পাবেন না! তাই আমি মনে করি, প্রতি কম্পিউটার ইউসার দের এ বিষয় টি জানা থাকা উচিত কিভাবে Windows অটো আপডেট বন্ধ করতে হয়।

এর আগে আমাকে facebook এ অনেকে রিকুয়েস্ট করেছে windows অটো আপডেট কিভাবে বন্ধ করা যায়, আর তাই দেরি না করে এবার ভিডিও টিটোরিয়াল নিয়ে এসেছি আপনি কিভাবে অতি সহজে Windows অটো আপডেট বন্ধ করবেন,এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে খুব অল্প সময়ে ও অতি সহজে আপনার কম্পিউটার এর উইন্ডোজ অটো আপডেট  অফ করবেন কোন সফটওয়্যার ছাড়াই।

এবং এই ভিডিও টিটোরিয়ালে আরেকটি গুরুত্বপূণ্য বিষয় টি নিয়ে এসেছি সেটা হল কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা যে সকল এপ যারা আপনার গুরুত্ব MB নষ্ট করে তাদের MB খাওয়া বন্ধ করুন! ভালো লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট করবেন।

Level 0

আমি নিশাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Where is action center?

Video ta valo vabe dekhun tahole bvujben… windows 7 er dan pase niche