এবার বন্ধ করে নিন বিরক্তিকর Shift Key Warning message!!!

হ্যালো বন্ধুরা!!! আমার  টিউনে আপনাকে স্বাগতম, যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তবে আপনার সহযোগিতা একান্ত কাম্য।  চলুন তাহলে শুরু করা যাক আজকের টিউন!!!

আমাদের আজকের টিউনের বিষয় বস্তু খুবই চমৎকার। এই টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে বন্ধ করে নিবেন  বিরক্তিকর Shift Key Warning message।

আমরা যারা পিসি, কম্পিউটার ব্যবহার করি আমরা জানি যে কম্পিউটারে শিফট কী খুবই সেনসেটিভ একটি কী। তাই আমরা যখন কখনো অধিক্ষন ধরে শিফট কী চেপে ধরি তখন আমাদের কম্পিউটার স্বয়ংক্রিয় ভাবে আমাদের একটি warning message প্রদর্শন করে। কিন্তু মাঝে মাঝে এই message আমদের জন্য ক্ষতিকর হয়ে দাড়াই যখন আমরা কোনো কাজের প্রয়োজনে অধিক্ষন শিফট চেপে ধরি। কম্পিউটার তখন তার message প্রদর্শনের মাধ্যমে আমাদের কাজ টি করা থেকে বিরত রাখে। বিশেষ করে যারা কম্পিউটারে বেশি গেমস খেলে তারা এই সমস্যা টির মুখোমুখি হয় বেশি। আজ আমি আপনাদের দেখাব কিভাবে এই বিরক্তিকর message অফ করবেন। তবে ১টা কথা বলে রাখতেই হয়, একান্ত প্রয়োজন না হলে কেউ এই কাজটি করবেন না। কিন্তু আমার ভিডিও দেখে শিখে রাখতে পারেন।

ভিডিও টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আরও টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। যদি টিউন অথবা অন্য যেকোনো বিষয় এ কোন  অভিযোগ থাকে তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টিউন ভালো লাগলে অবশ্যই জানাবেন। আপনাদের টিউমেন্ট আমার একান্ত কাম্য। যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য ফেবুতে আমি

বিঃ দ্রঃ অনেকেই হয়ত ভাববেন আমি আমার ভিডিও তে ভিউয়ার বাড়ানোর জন্য টিউন করছি। অস্বীকার করব না এতে আমার স্বার্থ আছে। কিন্তু লেখার থেকে বেশি ভিডিও দেখে নিখুত ভাবে আপনি শিখতে পারবেন।

Level 1

আমি প্রান্ত চৌধুুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস