আমরা অনেকেই Windows 10 ISO ডাউনলোড করে ক্লিন সেটপ দিতে পছন্দ করি, কিন্তু ইন্টারনেটের ধীর গতির কারনে ISO ডাউনলোড করা আমাদের সম্ভব হয়না। আই ডি এম হচ্ছে সবচেয়ে দ্রুত গতির ডাউনলোডার যার সাহায্যে আমারা বড় ফাইল ডাউনলোড করতে পারি। কিন্তু মাইক্রোসফট তাদের ওয়েব সাইট থেকে সরাসরি ISO নামার কোন সিস্টেম রাখেনি।
মাইক্রোসফট এর অফিসিয়াল সাইটের ডাউনলোড লিঙ্ক
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা পিসি বা লেপটপে IDM ব্যবহার করে মাইক্রোসফট এর অফিসিয়াল সাইট থেকে Windows 10 এর ISO ডাউনলোড করতে পারি। কাজটি করতে আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করেছি। নিচে স্ক্রিনসটের সাহায্যে প্রতিটি ধাপ দেখানো হল
১। প্রথমে ব্রাউজার ওপেন করে উপরের ডান পাশের মেনু থেকে Add Ons এ ক্লিক করুন।
২। নতুন যে উইন্ডো আসবে তার উপরের বাম পাশের মেনু থেকে Get-Add ons এ ক্লিক করুন এবং ওই পেজের নিচের See more Add ons এ ক্লিক করুন।
৩। নতুন একটি পেজ আসবে, যার ডান পাশে উপরের দিকে একটি সার্চ বার পাবেন। সার্চ বারে User agent switcher লিখলে অনেক গুলো Add ons এর সাজেশন পাবেন। সবগুলো কাজ করবেনা। নিচের চিত্রে মার্ক করা যে Add on টি দেখানো হয়েছে সেটিতে ক্লিক করুন।
৪। নতুন পেজ আসলে Add To Firefox বাটন এ ক্লিক করে Add on টি Install করে নিন। Add ons টি Install হয়ে গেলে ব্রাউজারটি রিস্টার্ট দিন। ব্রাউজারটি পুনরায় চালু করলে টুলবারে উপরে ডান পাশে Add on টির icon দেখতে পাবেন। এখন ওই icon এ ক্লিক করলে অনেক icon সমৃদ্ধ একটা বক্স পাবেন সেখান থেকে চিত্রে দেখানো Android লগোতে ক্লিক করুন।
৫। এখন আপনি মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েব সাইটে প্রবেশ করুন। ISO ডাউনলোড পেজে যান। এখন দেখবেন আগের মতো আর আপগ্রেড টুল অথবা ডাউনলোড টূল এর কোন অপশন পাবেন না। আপনাকে উইন্ডোজ এর ভার্সন এবং ল্যাংগুয়েজ সিলেক্ট করতে বলবে। উইন্ডোজ এর ভার্সন এবং ল্যাংগুয়েজ সিলেক্ট করা হয়ে গেলে নিচের চিত্রের মতো আপনাকে ৩২ এবং ৬৪ বিট এর ডাউনলোড অপশন দিবে। আপনার প্রয়োজন অনুযায়ী নির্বাচন করুন। আপনার পিসি তে যদি IDM সেটাপ দেওয়া থাকে তাহলে IDM এ ডাউনলোড শুরু হবে।
Click Here To Download Windows10 ISO
আজ এখানেই শেষ করছি। টিউনটি প্রথম প্রকাশ হয়েছে আমার BD TECH ব্লগে। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন Shaikot Aalm এই আইডিতে।
আমি সৈকত আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ