র্যানসমওয়্যার (Ransomware) থেকে রক্ষা পেতে উইন্ডোজের(Windows) পুরোনো সংস্করণগুলোর জন্য একটি প্যাচ ছেড়েছে মাইক্রোসফট(Microsoft)। উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সার্ভার ২০০৩(Windows Server 2003) এবং উইন্ডোজ ৮(Windows 8)-এর মতো পুরোনো অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রাসফট সাপোর্ট (Microsoft Support) বন্ধ রেখেছিল।
এর আগে, যে ত্রুটি কাজে লাগিয়ে র্যানসমওয়্যার(Ransomware) ঘটানো হয়েছে মাইক্রোসফট প্যাচ(Microsoft Patch) ছেড়েছিল। কিন্তু এই সমাধানটি ছাড়া হয়েছিল কেবল নতুন অপারেটিং সিস্টেমের জন্য। আর তাই পুরোনো সিস্টেম ব্যবহারকারী এবং যারা নতুন সিস্টেমগুলো আপডেট করেনি কেবল তারাই মূলত ঝুঁকির মুখে রয়েছে।
একটি কম্পিউটার আক্রান্ত হলে সেটি তখন লোকাল নেটওয়র্কে থাকা অন্যান্য যন্ত্রে ছড়ানোর পাশাপাশি ইন্টারনেটেও ছড়িয়ে পড়ে। যেসব কম্পিউটারে সার্ভার ম্যাসেজ(Server Message) বা ক্রটির বা প্যাচটি ইনস্টল করা হয়নি, র্যানসমওয়্যার(Ransomware) বিশেষভাবে শুধু সেগুলোই খুঁজে বের করে। যারা এই আক্রমণের শিকার হয়েছে। এই ঝুঁকির হাত থেকে বাচাঁর জন্য মাইক্রাসফট সিস্টেমের(Microsoft System) ভার্সন ভিত্তিক প্যাচ ছেড়েছে যা ডাউনলোড (Download) করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
নিচের সবগুলোই ইংলিশ(English) ভার্সনের জন্য
১. উইন্ডোজ সার্ভার ২০০৩ এসপি ২ ৬৪ বিট
২. উইন্ডোজ সার্ভার ২০০৩ এসপি ২ ৩২ বিট
৩. উইন্ডোজ এক্সপি এসপি ৩ ৩২ বিট
৪. উইন্ডোজ এক্সপি এসপি ৩২ বিটের জন্য
৫. উইন্ডোজ এক্সপি এমবেডেড এসপি ৩ ৩২ বিটের জন্য
৬. উইন্ডোজ ৮ ৩২ বিটের জন্য
৭. উইন্ডোজ ৮ ৬৪ বিটের জন্য
আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প
আমি পিসি হেল্প৭৮৬ডট ব্লগস্পটডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ! কিন্তৃ এটি তো আমারই ব্লগ আর নিজের ব্লগে লেখা আমি কপি করে এখানে পোস্ট করলাম! টেকটিউনসের নিয়ম অনুযায়ী সরাসরি লিংক দেয়া যায় না তা দেইনি! দয়া করে জানাবোন কি করবো??