আসসালাুম আলাইকুম। সবাই ভাল আছেন আশা করি। আর যারা ঢাকা আছেন তাদের ভাল থাকার কথা না। কারন বিগত বছরের চেয়ে এবার গরমের যে তীব্রতা তার জন্য অনেকই ভাল নেই। খুবই অসহ্য গরমে নানা ধরনের রোগ হচ্ছে ইদানিং। তাই যারা বাইরে বের হন চাকরি, ব্যবসা বা অন্য কাজে তারা প্রতিদিন কমপক্ষে ৩ লিটার করে পানি খেতে হবে। এটা আমার পরামর্শ না ডাক্তারের পরামর্শ। সাথে খাবার স্যালাইন ও খাবেন। আর যতদূর পারেন ঘরে থাকবেন। সবার সুস্থ কামরা করে আজ ছোট একটা বিষয় সবার সাথে শেয়ার করালাম। যদিও অনেকের কাছে বিষয়টা অনেক পুরুনো তাও যারা না জানেন তাদের জন্য।
আপনার পিসিতে থাকা বিভিন্ন ধরনের ফোল্ডার অবশ্যই থাকে তাতে অনেক ধরনের ফাইল রাখেন। সেই ফোল্ডার গুলো যদি লাল, নীল, সবুজ, হলুদ ইত্যাদি কালারের থাকে তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে। কিন্তু কিভাবে করবেন এই কালারফোল এই ফোল্ডার।
প্রথমে Folder Color নামে একটা ছোট সফটওয়্যার ডাউনলোড করতে হবে। নিচের ভিডিও Description এ সফটওয়্যারটির ডাউনলোড লিংক দেওয়া আছে। এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সষ্টল করুন। তারপর যে ফোল্ডার কালার করবেন তার উপর রাইট ক্লিক করুন এবং আপনার ইচ্ছে মত কলার করুন।
IT বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে Subscribe করে রাখুন।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice