Pendrive কে Password দিয়ে রাখবেন কিভাবে।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। মা দিবসে সকল মাকে উৎসর্গ করে আজকের লেখা শুরু করছি। আজ একটা নতুন ভিডিও তৈরী করেছি।

অনেক সময় আমরা পেনড্রাইভ এ আমাদের জরুরি এবং গুরুত্বপূর্ন ফাইল বা ডাটা থাকে। অসাবধানতা বসত আমাদের জরুরি ফাইল অন্যকেউ যে কোন সময় দেখতে পারেন। তাই যদি আপনি আপনার পেনড্রাইভ এ Password দিয়ে রাখেন তাহলে আপনার পেনড্রাইভ এর Security দিয়ে রাখতে পারবেন।

আপনি যদি Windows 10 ব্যবহার করেন তাহলে Bit-Locker নামে একটা ডিফল্ট এপ্লিকেশন থাকে। আর যদি না থাকে তাহলে BitLocker নামে একটা এপ্লিকেশন ডাউনলোড করে ইন্সষ্টল করে নিয়েন। সফটওয়্যার ডাউনলোড লিংক নিচের ভিডিও Description  এ দেওয়া আছে।

প্রথমে আপনি আপনার পেনড্রাইভ আপনার পিসিতে কানেক্ট করেন। তারপর পেনড্রাইভ এর উপর রাইট ক্লিক করুন। এবং Turn on Bitlocker এ ক্লিক করুন। এবং পাসওয়ার্ড দেন। এখন দেখবেন আপনি যখন পিসিতে পেনড্রাইভ কানেক্ট করবেন তখন পাসওয়ার্ড চাইবে।

ভিডিও দেখুন এখান থেকে।

যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার Channel এ Subscribe করে নিন। কারণ আমি আইটি রিলেডেট ভাল ভাল ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি।

আমার YouTube Channel

 

আমার আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :

Windows 10 Desktop Customize করার ১০টি গুরুত্বপূর্ন টিপস। আপনার অবশ্যই জানা দরকার।

Windows 10 কে কিভাবে Hotspot বানাবেন এবং Internet Share করবেন Mobile or অন্য PC তে

Windows 10 এ Start Menu কিভাবে Customize করবেন। windows 10 ব্যবহারকারীদের জন্য।

Windows 10 এর নতুন ফিচার Night Light একটিভ করবেন কিভাবে !

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় Alamin Rahman,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

write protected pen drive ki vabe format korbo plz help

    1. Start > Run -> type “CMD” and press enter
    2. type< diskpart
    3. type< list volume
    4. type< select volume # (# is the number of the USB HDD you’ve pluged in)
    5. type< attributes disk clear readonly

bhai kivabe video embed korlen?