নতুন আপডেট Windows 10 Creators আপডেট দিলে যা যা নতুন পাচ্ছেন এবং আপডেট দেওয়ার নিয়ম সাথে Windows 10 অরজিনাল লাইসেন্স সহকারে ব্যাকআপ দেওয়ার পদ্বতি

সবাই কেমন আছেন।আশা করি ভালো আছেন।আজকের টিউনে আমি প্রথমত Windows  10 Creators update নিয়ে কথা বলব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে Windows 10 Creators আসলে কি?এই প্রশ্ন উত্তর হল Window 10 কিছুদিন আগে যথা ১১ এপ্রিল নতুন windows 10 আপডেট দিয়েছে যেটা তারা অফিসিয়াল্ভাবে নাম দিয়েছে windows 10 Creators।এই আপডেট নতুন নতুন কিছু ফিচার যোগ করেছে Windows 10 Creators।এই সব বিষয়বস্তু শেয়ার করতেই আজকের আমার এই টিউন।

আমি windows 10 creators আপডেট রিভিও ছাড়াও কিভাবে অরজিনাল লাইসেন্স এর windows 10 mআপনার Pendrive backup রাখবেন তা নিয়েও আলোচনা করব।

কি কি থাকছে Windows 10 Creators Update

  • প্রথম যেটা খুব Important তা হল Troubleshoot .সেটিংস থেকে Troubleshoot যেতে পারবেন এখানে নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে যেমন আপনার কম্পিউটারে ছোট খাটো সমস্যা আপনি এখান থিকেই সমস্যার সমাধান করতে পারবেন।এজন্য নতুন করে windows সেটাপ দেওয়ার লাগবে না।
  • পবর্তি যেটা সবচেয়ে আকর্ষনীয় সেটা হল Night Light Mode .এটা  পুরানো ভার্সনে পাবেন না। আসলে আমরা যারা Iphone ব্যবহার করি তারা হয়ত জানি আমাদের সেট নির্দিষ্ট টাইম পর রাত্রে মোবাইল display brightness অন্য একটা কালার হয়ে যায় যার ফলে ব্যাটারি ব্যাকাপ বাড়ে।ঠিক এই রকমেই একটা ফিচার যোগ হয়েছে যার মাধ্যমে windows 10 creators. এর আরেকটি সুবিধা হল চোখের ক্ষতি থেকে আপনাকে বাচাবে।
  • সবচেয়ে বড় পরিবর্তন হল Storage sense .এর সুবিধা কি সেটা আমি বলি সেটা হল আমরা Junk file কিংবা বিভিন্ন টেম্পারি ফাইল রিমুভ করতে Third party apps ব্যবহার করতাম।যেমন আমি করতাম Advanced System Care .এখন থিকে আপনার junk file গুলো অটো ডিলেট করবে এই ফিচার এর মাধ্যমে।
  • Windows Defender এটাকে আগের চেয়ে অনেক শক্তিশালী এবং performance বৃদ্ধি করা হয়েছে।তাই নতুন করে কোন এন্ট্রিভাইরাস দরকার হবে না।এটা কেনো বলছি তা নতুন Windows Defender Open না করে বুঝতে পারবেন না।
  • Microsoft Edeg এটা windows 10 এর সাথেই দেওয়া একটা ইন্টারনেট ব্রাউজার।আগের চেয়ে এটার performance বৃদ্ধি করা হয়েছে যার ফলে আপনি আর স্মুথ ফিচার পাবেন।অন্য ব্রাউজার থিকে এখন সবকিছু Import করতে পারবেন সেই ফিচার যোগ করা হয়েছে।
  • সেটিংস নতুন Gamming একটা ফাংশন যোগ করা হয়েছে যার ফলে আপনি Game mode অন করে দিলে আপনার পিসি গেমের জন্য হেল্পফুল হবে।এটা গেমারদের জন্য সুসংবাদ।
  • Start মেনু থিকে এখন আপ্স grouping করা যাবে যা কিনা আগের ভার্সন সম্ভব হবে না

আপনাদের সবার কথা চিন্তা করে কোথায় গেলে কি কি ফিচার অন হবে এবং কি ফিচার নতুন যোগ হয়েছে সেই দিক তুলে ধরে আমি একটা ভিডিও বানাইছি সেটা দেখতে পারেন।এই ভিডিওতে কিভাবে নতুন ভার্সন আপডেট দিবেন তা নিয়েও আলোচনা করা হয়ছে।

এখন সবকিছু জেনে বুঝতেই পারছেন নতুন আপডেট না দিলে অনেক কিছু Miss করবেন। তাই আপডেট করে নিন এখনি।

আপডেট করার নিয়ম উপরের ভিডিওতে দেওয়া আছে দেখে নিন।4GB এর মত খরচ হতে পারে।

অরজিনাল লাইসেন্স সহকারে ব্যাকাআপ নেওয়ার পদ্বতি

আসলে নিয়মটা একেক জনের জন্য একেক রকম।আমি এমন একটা নিয়ম শেয়ার করব যার মাধ্যমে যা যা সুবিধা পাবেন তাহল

  • এভাবে যদি ব্যাকাপ নেন আপনি আপনার Windows 10 Pendrive এর মাধ্যমে ব্যাকাপ নিতে পারবেন।
  • আপনার অরজিনাল লাইসেন্স হারানোর কোন ভয় থাকবে না।
  • আপনি যদি আপনার Pendrive এর মাধ্যমে windows 10 সেটাপ দেন তাহলে আপনার Microsoft account লগিন দেওয়ার সাথে সাথে লাইসেন্স কানেক্ট হয়ে যাবে
  • খুব সহজে পেন্ড্রাইভ বুটাবল করতে পারবেন।সিডি যেমন বাজার থেকে কিনে এন সেটাপ সেই ভাবেই অরজিনাল লাইসেন্স সহকারে আপনার windows 10 সেটাপ দিতে পারবেন

এজন্য আপনাকে একটা ভিডিও দেখতে হবে কারন ভিডিও এর মধ্য সহজ ভাবে আমি পদ্বতি গুলো শেয়ার করেছি।তাই ভিডিও টি দেখে নিন।

ভিডিও দেখার পর এই লিঙ্কটি লাগবে Create Windows 10 installation media

আশা করি আর প্রবলেম হবে না।

সবশেষে যা বলব:

এরকম আরও সুপার টিপস পেতে আমার  YouTube Channel টি সাবস্ক্রাইব করুন এবং টেকটিউনস এর সাথেই থাকুন ভালো কিছু পেতে। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

Level 1

আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আমি windows 10 creators install diyechi..but 1 ta
problem . amar modem connect nijche na..shudhu connected failed dekhai..plz help..

    Setting থিকে Troubleshoot গিয়ে Internet fixing অপশন পাবেন ঐখান থিকে ঠিক করে নিন ।না হয় settings থিকে Windows Update &recovery থিকে Reset মেরে নিন ।যদি মডেম সমস্যা না থাকে সমাধান হয়ে যাবে আশা করি

৫ টি পিসিতে windows 10 creators আপডেট/ সেটআপ দিয়েছি, একটিতেও মডেম / ডায়েল আপ কানেকশস নেয় না । ৬৩৩ নং ইরোর

    যদি বেশি সমস্যা হয় settings থিকে Windows Update &recovery যেয়ে Recovery থিকে আগের ভার্সনে ব্যাক করতে পারবেন।আমি wifi চালায় তাই এই সমস্যা টার ব্যাপারে আমি জানতাম না।