আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি। আগামী দিন গুলো সবাই সুখে এবং আনন্দে কাটান এটাই কামনা করি সারাক্ষন। আজ খুবই কমন একটা সমস্যার সমাধান নিয়ে টিউন করতে বসলাম। যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে।
অনেক সময় Computer এ আমরা সিকিউরিটির কারণে Password ব্যবহার করে থাকি। আর এই Password ভুলে যায় অনেকেই। আজ আমি খুবই সহজ উপায়ে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে Reset করবেন তার সমাধান নিয়ে আলোচনা করব। নিচের স্টেপগুলো ফলো করেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচে ভিডিও লিংক দেওয়া আছে বিস্তারিত দেখে নিতে পারেন।
প্রথমে আপনি Lazesoft নামের একটা ফ্রি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারের ডাউনলোড লিংক নিচের ভিডিও Description এ দেওয়া আছে। সফটওয়্যারেটি ডাউলোড করে নেওয়ার পর তা আপনি যেকোন কমপিউটারে ইন্সষ্টল করুন।
Software টি ইন্সষ্টল করার পর আপনি এখন মিনিমাম 1 GB ডাটা ধারন করে এমন একটি মেমরী কার্ড বা পেন ড্রাইভ পিসিতে প্রবেশ করান। এবং সফটওয়্যারটি ওপেন করুন। তার পর পেনড্রাইভটি বুটেবল করুন।
Pendrive বা USB Device বুটেবল হওয়ার পর আপনার যে পিসির পাসওয়্যার ভুলে গেছেন সেই পিসিতে পেনড্রাইভ দিয়ে তার পর পিসে রিস্ট্রার্ট দেন। এবং বুট অপশন পেনড্র্রাইভ সিলেক্ট করে সফটওয়্যারটি রান করুন। এবং তারপর দেখবেন সফওয়্যারটি আপনার পিসেতে রান হবে এবং আপনার পিসির ইউজার একাউন্টগুলো দেখাবে এবং কোন ইউজার একাউন্ট পাসওয়ার্ড রিসেট করবেন সেটা সিলেক্ট করে রিসেট দেন। দেখবেন আপনার পাসওয়ার্ড চলে গেছে।
পরবর্তীতে আমি কোন সফটওয়্যার ছাড়া কিভাবে password Reset করতে হয় তা নিয়ে ভিডিও তৈরী করব। তার জন্য আমার চ্যানেলে Subscribe করে রাখুন। সবাই ভাল থাকবেন।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই উপক্রিত হলাম ভাই, ধন্যবাদ আপনার টিউন এর জন্য।