Windows 10 এর লেটেস্ট ভার্সন Creators Update এর অফিসিয়াল ISO মাইক্রোসফট এর সাইট থেকে IDM দিয়ে ডাউনলোড করার সবথেকে সহজ পদ্ধতি│ভিডিও সহ

বেশ কিছু দিন থেকে মাইক্রোসফট Windows 10 এর নতুন আপডেট Creators Update বা Redstone2 নিয়ে কাজ করছিল। এই আপডেটে অনেক ফিচারস যোগ করা হয়েছে এবং অনেক সমস্যার সমাধান করা হয়েছে। যাদের কম্পিউটারে এখন উইন্ডোজ ১০ ইন্সটল করা আছে তারা ১১ই এপ্রিল উইন্ডোজ আপডেট এর মাধ্যমে এই উপডেট সরাসরি পেয়ে যাবেন।

তবে যে বা যারা ক্লিন ইন্সটল করতে চান তাদের জন্য মাইক্রোসফট এর সাইট এ এই ভার্সন এর ISO ফাইল আছে আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে মাইক্রোসফট  ISO ফাইল সরাসরি ডাউনলোড করতে দেয় না। এর জন্য তাদের সাইট থেকে মিডিয়া ক্রিয়েশন টুল নামে একটি সফটওয়্যার ডাউনলোড করে এর মাধ্যমে ISO ফাইল ডাউনলোড করতে হয়। কিন্তু এর সাথে কিছু সমস্যাও চলে আসে।

 

তাই আমি আপনাদের এখন দেখাবো যে কিভাবে সরাসরি মাইক্রোসফট এর সাইট থেকে IDM দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।প্রথমে স্ক্রীনশট এবং তারপরে ভিডিও সংযুক্ত করা হল। তাহলে শুরু করা যাক।

১) প্রথমে ফায়ার ফক্স ওপেন করতে হবে তারপর কীবোর্ড এ Ctrl+Shift+A একসাথে চাপতে হবে। তাহলে অ্যাড অন্স পেজ ওপেন হবে। তারপর স্ক্রল করে অ্যাড অন্স পেজ এর নিচে যেতে হবে। তারপর see more addons বাটন এ ক্লিক করতে হবে।

২) তারপর সার্চ বক্স এ user agent switcher লিখে সার্চ করতে হবে।

৩) তারপর নিচের স্ক্রীনশট এ দেখানো অ্যাড অন্স টি ইন্সটল করতে হবে।

৪) তারপর User Agent Switcher অ্যাড অন্স থেকে এনড্রয়েড সেলেক্ট করতে হবে।

৫) তার পর https://www.microsoft.com/en-us/software-download/windows10ISO এই লিঙ্ক এ ঢুকে ডাউনলোড করে নিন।

এভাবেই যার যে ভার্সন দরকার সে সেই ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তবে আমি ভিডিও সংযুক্ত করে দিলাম নিচে দেখে নিবেন। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি সঞ্জয় সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks bro. android korar karon ki?

    @শেখ প্রতীক আপনাকে স্বাগতম। আসলে যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তাদের কম্পিউটার এ মিডিয়া ক্রিয়েশন টুল সাপোর্ট করবে এবং তারা এটার মাধ্যমে ISO ডাউনলোড করতে পারবেন। মাইক্রোসফট এর এই টুল এর আরেকটি সুবিধা হল আপনার কম্পিউটার এ যে ভার্শনটি দরকার তা আপনাকে সরাসরি ডাউনলোড করতে বলবে। আসলে যারা প্রাথমিক ব্যবহারকারী তাদের যেন প্রয়োজনীয় ভার্সন যেমন Windows10 Pro, Home, অথবা ভাষা নির্ধারন করতে কোন সমস্যা না হয়। সব কিছুই যেন সহজে হয়ে যায়।

    আর এন্ড্রয়েড বা অন্য যে কোন অপারেটিং সিস্টেম এ তো মিডিয়া ক্রিয়েশন টুল সাপোর্ট করবে না । এ জন্য আমরা যখন আমাদের ব্রাউজার টাকে এন্ড্রয়েড হিসেবে মাইক্রোসফট এর সাইটে উপস্থাপন করি তখন সরাসরি Iso ডাউনলোড করার লিংক দেয়। এখানে যদি Ios বা mac বা Ubuntu সিলেক্ট করি তবেও একই ব্যাপার হবে। 🙂

Level 0

iso file ta usb te bootable korbo kivabe. ami already download kore felse. but bootable korbo kivabe bustese na.
Thank You

যে সফটওয়্যার দিয়ে বুট করাবেন তার লিঙ্কঃ

https://drive.google.com/open?id=0B3VJznK2cQzURG55M2VVMFFScHc

আর ভিডিও টিউটোরিয়াল এর লিঙ্কঃ

https://youtu.be/U-RURKj6reU?t=3m13s

Level 0

thanks bro. i did it successfully. Can you give me microsoft offcie 2016 download link,
thank again.

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

    সম্মানিত টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,

    টেকটিউনস আমার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চায় এটা আমার কাছে খুবই খুশির খবর। আমি আমার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে দিলাম । তবে রিপ্লাই করতে অনেক দেয়ি হয়ে গেল সে জন্য দুঃখিত।

    ধন্যবাদ আপনাকে।

৫ টি পিসিতে windows 10 creators আপডেট/ সেটআপ দিয়েছি, একটিতেও মডেম / ডায়েল আপ কানেকশস নেয় না । ৬৩৩ নং ইরোর

    @মাহমুদুল হাসান ফয়সাল ভাইয়া এই সমস্যা টির সমাধান আমার জানা নেই । তবে এটা হয়ত উইন্ডোস ১০ এর নতুন ভার্সন এর কোন বাগ। যা হয়ত পরবর্তী কোন আপডেট এ ঠিক হতে পারে।

    রিপ্লাই করতে দেরি হউয়ার জন্য দুঃখিত। ধন্যবাদ আপনাকে।

vaiya apnake ank dhonnobad sundor akta tune er jonno 🙂 but amar akta prblm hocce amar net connection 512kbps .. 4gb download hote 35 hours somoy lagbe bt linkl validity to 24 hours akon ki vabe dowload korbo plz bolen

    ২৪ ঘন্টা পরে যখন আপনার জেনরেট করা লিঙ্ক ইনভ্যালিড হয়ে যাবে তখন আপনি IDM এর Refresh Download link অপশন এর মাধ্যমে পুনরায় লিঙ্ক Refresh করে আবার ডাউনলোড resume করতে পারবেন। প্রক্রিয়া টি না জানা থাকলে গুগল বা ইউটিউব এ IDM Link Refresh লিখে search করলেই পেয়ে যাবেন।

ধন্যবাদ ভাইয়া আমি প্রক্রিয়াটি জানি 🙂 আপনার ফিডব্যাক এর জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানায় 🙂 ভাল থাকবেন আর ভাল ভাল টিউন করে আমাদের কে উপহার দিবেন 🙂

কিন্তু সমস্যা হল আই ডি এম এ মাঝে মাঝেই ডাটা ক্রোপটেড হয়ে যায় তার পর আবার শুরু থেকে ডাউনলোড হয় এটার কারন কি ? আর এই সমস্যা থেকে প্ররিতানের উপায় কি ?

আচ্ছা ,, ব্রো মেমরি কার্ড কি বুটেবল করা যায়??? কিভাবে করে?? প্লিজ জানাবেন।।

    হ্যাঁ আলিউর রহমান মিরাজ ভাই, মেমোরি কার্ড বুটেবল করা যায়। সেজন্য আপনার কার্ড রিডার লাগবে। মেমোরি কার্ড টি কার্ড রিডার এ লাগিয়ে কম্পিউটার এ লাগালে পেনড্রাইভ এর মতই বুটেবল করা। পদ্ধতি একই।