বিসমিল্লাহি রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহুর রহমতে ভালই আছেন। আমিও ভালই আছি। দোয়া করি সবাই যেন নামাজ নিয়মত পড়তে পারেন। গত টিউনের ধারাবাহিকতা রেখে আজকে উইন্ডোজ অ্যাক্টিভ করা দেখাবো। গত টিউন গুলোতে দেখিয়েছিলাম কিভাবে উইন্ডোজ ৭,৮,১০ সেটআপ করতে হয়। কিন্তু ভিডিও শেষে আমরা দেখেছি উইন্ডোজ গুলো অ্যাক্টিভ ছিল না।
ইন্টারনেট এ অনেক ফেক প্রোডাক্ট কী পাবেন, কিন্তু ওগুলো দিলে দেখা যাচ্ছে ইন্টারনেট অন করলে প্রোডাক্ট আইডিকে ফেক হিসাবে ধরে নিচ্ছে। এজন্য আমি বলবো সফটওয়্যার ব্যবহার করতে। সফটওয়্যার গুলো একটি প্রোডাক্ট কি কে ফেক হিসাবে ধরলে আর একি দিয়ে দেয় স্বয়ংক্রিয়ভাবে। আপনি নিচের সফটওয়্যার টি ইন্সটল করুন তারপর আর কিছু করতে হবে না। তবে খেয়াল রাখবেন এটাকে অ্যান্টিভাইরাস গুলো হ্যাকিং টুল হিসাবে চিহ্ন করে, তাই ইন্সটল দেয়ার সময় অ্যান্টিভাইরাসটি বন্ধ রাখুন আর জীপ ফাইলটিতেই ব্যাকআপটি রাখুন।
কিভাবে উইন্ডোজ ৭ সেটআপ করবেন ঃ টিউন লিঙ্ক
কিভাবে উইন্ডোজ ৮ সেটআপ করবেন ঃ টিউন লিঙ্ক
কিভাবে উইন্ডোজ ১০ সেটআপ করবেন ঃ টিউন লিঙ্ক
আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মিনহাজুর রহমান সাক্ষর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
কম্পিউটার সম্পর্কে শিখতে ও শিখাতে ভালবাসি । :)