উইন্ডোজ ব্যবহার করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর এটা ব্যবহার করতে গিয়ে আমরা নানা বিধ সমস্যাতে পতিত হই। এ ধরনের একটি সমস্যা নিয়ে নিচে আলোচনা করা হল। উইন্ডোজের পাসওয়ার্ড পরিবর্তন করুন পূর্বের পাসওয়ার্ড ছাড়া।
কিন্তু কিভাবে? মনে করুন আপনার কম্পিউটারে ৪তা ইউজার। আপনি ২ ইউজারের পাসওয়ার্ড ভুলে গেছেন তখন কি করবেন। অথবা আপনাকে কেউ লগইন করে দিল, আপনি চাচ্ছেন পাসওয়ার্ড পরিবর্তন করে তাকে চমকে দিতে।
আপনাকে প্রথমে যেকোন ইউজার দিয়ে লগইন করতে হবে। অতপর কম্পিউটারে রাইট ক্লিক করে manage এ ক্লিক করতে হবে। অতপর local user and groups এ ক্লিক করতে হবে।
তারপর ইউজার এ ক্লিক করতে হবে। তারপর যে ইউজার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে চান সেটিতে right ক্লিক করে set password এ ক্লিক করুন। নতুন পাসওয়ার্ড আর confirm পাসওয়ার্ড দিন, ok করুন।
অনেক দিন পর এই টিউনটি লিখলাম। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। আমি এখন থেকে নিয়মিত লিখব। আপনাদের পছন্দের টপিক জানাতে ভুলবেন না। আজকের মত এই পর্যন্তি। আবার খুব শিগ্রি আসব নতুন কোন লেখা নিয়ে।
আর বিস্তারিতভাবে জানতে নিচের ভিডিও টি দেখুন
আমি মোঃ সোলায়মান হোসেন রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।