উইন্ডোজ পিসির ২০% রিজার্ভড ইন্টারনেট স্পিড কাজে লাগান আর ব্যবহার করুন ১০০% ইন্টারনেট স্পিড!!

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমার আজকের টিউটোরিয়ালে। এটি আমার ৪র্থ টিউটোরিয়াল।

"আমার ১ম টিউনটি দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিংকেঃ"

জিপি সিম+অ্যানড্রয়েড দিয়ে Psiphon এর সাহায্যে ২৪ ঘন্টা খুব সহজেই হাই স্পিড ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন

"আমার ২য় টিউনটি দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিংকেঃ"

খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোনে কাস্টম ইউজার ইন্টারফেস সাউন্ড (টাচ, লক/আনলক স্ক্রিন সাউন্ড, সিস্টেম রিংটোন, ইত্যাদি) ব্যবহার করুন!

"আমার ৩য় টিউনটি দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিংকেঃ"

শাওমি (Xiaomi)/যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের হিডেন অপশন Developer Options কি, কেনো দরকার ও কিভাবে বের করবেন?

আজকে আমরা শিখবো কিভাবে খুব সহজেই আপনি আপনার উইন্ডোজ পিসি/ল্যাপটপের রিজার্ভ করে রাখা ২০% স্পিডকে ফেলে না রেখে তা ব্যবহার করবেন এবং আপনার ইন্টারনেট সংযোগের সম্পূর্ণ ১০০% ইন্টারনেট স্পিড ব্যবহার করবেন। তার আগে বরাবরের মতন প্রয়োজনীয় কিছু বিষয় জেনে আসি।

ইন্টারনেট স্পিড কেন  রিজার্ভ করে রাখা হয়?

উইন্ডোজ পিসি/ল্যাপটপের ইন্টারনেট স্পিড ২০% রিজার্ভ করে রাখা হয় উইন্ডোজের নিজস্ব সিস্টেমের জন্য। উইন্ডোজ আপডেট, উইন্ডোজের নিজস্ব সফটওয়্যারের ইন্টারনেট এক্সেসের/ব্যবহারের জন্য বা অনান্য সিস্টেম রিলেটেড কাজের জন্য এই ইন্টারনেট স্পিড বরাদ্দ করে রাখা হয়, যেনো উইন্ডোজের কোনো কাজে ব্যাঘাত না ঘটে।

কেনো এই রিজার্ভড স্পিড ব্যবহার করবেন?

আমাদের দেশে এমনিতেই ইন্টারনেটের স্পিড কম আর সাধারন ব্যবহারকারীরা মূলত কম স্পিডের ইন্টারনেট লাইন ব্যবহার করে থাকেন তাই এর ভেতরেও যদি ২০% স্পিড কমিয়ে রাখা হয় তাহলে ইন্টারনেট ব্যবহারে বিরক্তি চলে আসে! তাছাড়া উইন্ডোজ আপডেট তো আর রোজ রোজ আসে না আর মাইক্রোসফটের নিজস্ব খুব কম সফটওয়্যারই জনপ্রিয় বা মানুষ বেশি ব্যবহার করে। তাই অহেতুক উইন্ডোজের জন্য ২০% স্পিড ফেলে না রেখে তা নিজের কাজে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ।

কিভাবে এই রিজার্ভ করে রাখা ইন্টারনেট স্পিড ব্যবহার করবেন?

পুরো প্রসেসটি দেখতে নিচের ছোট্ট ভিডিওটি দেখবেন। সিস্টেমটি এখানেও লিখে দিতে পারতাম কিন্তু ভিডিওটি দেখলে আমার লেখার সময়কার চা এর খরচটির কিছু অংশ পেয়ে যাব। 😀 😀

আমার টিউটোরিয়াল টি আপনাদের ভালো লাগলে লেখাটি সার্থক হবে। আরো ভালো ভালো টিউটোরিয়াল পেতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল Tech Pedia থেকে। আর হ্যা, আমার চ্যানেলটি Subscribe করে রাখুন আরো আরো ভাল ভাল টিউটোরিয়াল ভবিষ্যতে পেতে।

Level 0

আমি শুভ ইবনে আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস