সুপ্রিয় টেকটিউনস বাসী
সকলকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজকের টিউন পিসি এন্টিভাইরাস নিয়ে। আমরা সকলেই এন্টিভাইরাস চালাই। আর সেটা পছন্দ ভেদে ভিন্ন হয়ে থাকে। আর এর মধ্যে অন্যতম হচ্ছেঃ Avast, Avira, Kaspersky, ESET, Dr. Web ইত্যাদি।(বানান ভুল হলে ক্ষমা করবেন।)
অনেকেই ফ্রি ভার্সন ব্যবহার করি। কারন আমাদের কাছে অত টাকা নেই যে কিনব। আর সে জন্য ফিচারও পাই কম। কারন ফ্রি ভার্সনে সব ফিচার দেয়া থাকে না। তাই আপনারব যাতে ফ্রি ভার্সনে লিমিট হয়ে না থাকেন তাই নিয়ে এলাম সকল এন্টিভাইরাস এর সিরিয়াল কি একসাথে। তাও আবার মাত্র ১ এমবি। এর দ্বারা আপনি লেটেস্ট ভার্সন গুলোর সব ফিচার আনলক করতে পারবেন। আর উপভোগ করতে পারবেন প্রো ফিচার। এই ফাইলে টপ লিস্টে থাকা সকল এন্টিভাইরাস এর সিরিয়াল কি দেয়া আছে। তাই নিশ্চিন্ত মনে ডাউনলোড করে নিনঃ
আগে যে ফাইল গুলো আপ দিতাম সেগুলো ডাউনলোড করতে আপনাদের অনেক হয়রানি হয়েছে তাই আমি সত্যি খুব লজ্জিত। এ জন্য আজকে নতুন সার্ভারে আপ করলাম। আশা করি ডাউনলোড করতে কোন অসুবিধা হবে না।
আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।