আপনার সকল Windows Operating System কে চিরতরে অটো আপডেট বন্ধ করে নেন। সাথে সব সপটওয়ার এর অটো আপডেট বন্ধ রাখুন। মাত্র ১ মেগাবাইটের সফটওয়্যার দিয়ে।

আসছালামুওলাইকুম, আসা করি সবাই ভাল আছেন আমিও আল্লহার রমতে অনেক ভাল আছি।
সরাসরি টিউনে যাচ্ছি আপনারা অনেকেই মডেম, বা লিমিটেড, এবং সল্পতম স্পিডে  নেট ব্যবহার করেন, এর সাথে যদি থাকে ওটো আপডেটের জালা তা হলে তো নিমিশেই শেষ হয়ে যায় আপনার ব্যবহার কৃত সব ডাটা। এই ক্ষেত্রে আপনার কাজ না হয়েই শেষ হয়ে যায় মেগাবাইট

তাই যাতে আর না শেষ হয়ে যায়, আপনার ব্রাউজিং চ্যাটিং তাই আমি নিয়ে এসেছি tiny wall নামে একটি সুন্দর সফটওয়্যার এই সফটওয়্যার টা মাত্র ১ মেগাবাইটের তাই এই টা ইনস্টল করার দিক নির্দেশনা আমি ব্যবহার করে যত টুকো শিখেছি আর, টিউটোরিয়াল বড় হবে বলে যত টুকো দেখাইছি এই টুকো আপনারা শিখলে,। আপনার কম্পিউটার আর অটো আপডেটও হবে না। কোন সপটওয়ারে বারতি মেগাবাইট অবচয় ও হবে না।
এই টিউটোরিয়ালে আমি যে টা দেখাব,  windows Operating system Automatic update Disable যে ভাবে করবেন।
এবং সকল সপটওয়ার থেকে ইনটারনেট কানেকশন যে ভাবে ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট হলে আপনার মেগাবাইট বেচে যাবে, আপনি ইচ্ছা করলে সেই  সফটওয়্যারে ইন্টারনেট কানেকশন বসিয়ে দিলে সেই টা আবার ইনটার নেটের সাথে সংযোগ হয়ে যাবে।

আপনি এই  ভিডিও টা দেখলে পুরোপুরি শিখতে পারবেন ।

Tinywall এর ডাউনলড লিংক। https://tinywall.pados.hu/download.php

আর সমস্ত কথা গুলা খুভ সহজেই শিখতে পারবেন। এই ভিডিও তেই।

Level 0

আমি মোস্তাকিন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 112 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মাদ মোস্তাকিন হোসেন। আমি বর্তমানে অনার্স হিসাববিজ্ঞান ৪র্থ বর্ষে পড়ছি। আমি পড়ালেখার পাশাপাশি, টেকনোলজি চর্চা করি। বলতে গেলে এই টা আমার ভাত আর মাছ হয়ে গেছে। অর্থাৎ টেকনলজি আমার মনের খুরাক। আমি মুলত টেকটিউনস থেকে শিখার জন্য একাউন্ট খুলেছি। বিভিন্ন মানুষের কমেন্ট করা যোগাযোগ ইস্থাপন করা ইত্যাদি ইত্যাদি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Download link ঠিক কর‌নে

কেন ভাই ঠিকি তো আছে #মোঃ সামীম রেজা