খুব সহজেই Bluestacks 2 Root করুন কোনো রকম Error ছাড়াই। (Root.fs Error Fixed) [Update]

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালই আছেন। আমিও আল্লাহ তালার রহমতে ভালই আছি। আজ আবার আপনাদের মাঝে  ফিরে আসলাম নতুন একটা সমস্যার সমাধান নিয়ে। আমার " Bluestacks Root এর গত টিউটোরিয়ালে " Bluestacks Root 2  Root করা দেখিয়েছিলাম। কারো কারো নাকি Root করার সময় Error দেখাচ্ছে। তাই সেটার সমাধান নিয়েই আজকের টিউটোরিয়াল। আজকে অই  Error দূর করার পদ্ধতি শিখাবো। তাহলে চলুন দেখি কিভাবে খুব সহজেই কোনো Error ছাড়াই Bluestacks Root 2 Root করা যায়।

প্রথমে এখান থেকে "BlueStacks Easy v3.5.zip" ডাউনলোড করে নিন। এবার এটা extract করুন। একটা ফোল্ডার পাবেন। ফোল্ডারের ভিতর যেয়ে  BlueStacks Easy.exe তে ডাবল ক্লিক করুন। এবার নিচের  screenshot অনুযায়ী সব সেট করে Proceed দিন।

১ মিনিট অপেক্ষা করুন। দেখুন উপরে screenshot এর মত All Process Complete দেখাবে। আর যদি কারো নিচের মত Error দেখায় তাহলে এখান থেকে  Root files.zip ডাউনলোড করে নিন

এটা Extract করুন। Root files নামে একটি ফোল্ডার পাবেন।  ফোল্ডারের ভিতরের ফাইলগুলো কপি করে আপনার পিসির "C:
\ProgramData\BlueStacks\Android" লোকেশনে Paste করুন। এবার আবার নিচের screenshot অনুযায়ী সব সেট করে Proceed দিন।

১ মিনিট অপেক্ষা করুন। দেখুন উপরে screenshot এর মত All  Process Complete দেখাবে। এবার Bluestacks open করে Root Cheker দিয়ে cheke করে দেখুন নিচের মত Rooted দেখাবে। এবার মন খুলে সব Rooted Android Apps আপনার পিসিতে ব্যবহার করুন। তারপরও বুঝতে কারো সমস্যা হলে নিচে আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।
How to Root Bluestacks 2 without Error

যেকোন সমস্যা টিউমেন্টে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্‌। আর চাইলে আমার Facebook Group এ Join করতে পারেন। আরোও মজার টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা টিউমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্রিয়তে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।
আমার অন্যান্য টিউনঃ

অল্প সময়ে একাধিক ফেসবুক আইডি খুলুন কোনো নাম্বার বা gmail ছাড়াই সহজেই।

যেকোন ভার্সনের Bluestacks Root করুন সহজেই আর সব Rooted Android Apps পিসিতে চালান।

Bluestacks দিয়ে ডাউনলোড করা যেকোন ফাইল পিসিতে copy/move/transfer করুন খুব সজেই।

Level 0

আমি আশিক রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

link gula update koren