Bluestacks দিয়ে ডাউনলোড করা যেকোন ফাইল পিসিতে copy/move/transfer করুন খুব সজেই।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহ তালার রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের সহজ প্রয়োজনীয় একটা পদ্ধতি শেখাবো। সেটা হল কিভাবে Bluestacks থেকে যেকোন ফাইল পিসিতে copy/move/transfer করুন খুব সজেই। আমরা অনেকেই Bluestacks দিয়ে Android এর প্রয়োজন মেটায়। Bluestacks দিয়ে অনেক সময় ফ্রি নেট চালায়, অনেক কিছু ডাউনলোড করি। কিন্তু সেগুলো পিসির হার্ডডিক্স এ নিয়ে আসতে পারিনা। ফলে Bluestacks uninstall করার সাথে সাথেই অই ফাইলগুলো ডিলেট হয়ে যায়। তাই আজ আমি আপনাদের শিখাব কিভাবে খুব সহজেই Bluestacks থেকে যেকোন ফাইল পিসিতে copy/move/transfer করবেন বা পিসি থেকে যেকোন ফাইল Bluestacks এ copy/move/transfer করবেন। এটা হয়ত অনেকেই জানেন, আবার হয়ত অনেকেই জানেননা।  যারা জানেননা তাদের জন্যই আমার এই টিউটোরিয়াল। তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমে যে ফাইলটি Bluestacks থেকে পিসিতে নিতে চান সে ফাইলটি Bluestacks এর sdcards/windows/pictures লোকেশনে রাখুন।

কাজ শেষ! কত সোজা তাইনা? এবার শুধু পিসির Default Pictures ফোল্ডারে যেয়ে দেখুন আপনার কাংখিত ফাইলটি চলে এসেছে।

এবার এখান থেকে এটা কপি করে অন্য যেখানে ইচ্ছা নিয়ে রাখতে পারেন। পিসি থেকে Bluestacks এ ফাইল copy/move/transfer করার জন্যেও একই কাজ উল্টো করে করুন। শুধু পিসি থেকে ফাইলটি pictures ফোল্ডারে নিয়ে যান আর Bluestacks এর sdcards/windows/pictures লোকেশনে যেয়ে এটা দেখুন। তারপরও যদি টিউন টি বুঝতে কারো সমস্যা হয় তাহলে আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।

এত সহজ একটা টিউটোরিয়াল করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এটা একটা request post ছিল। আপনাদের টিউন টি ভাল লাগলে লাইক, টিউমেন্ট, শেয়ার করবেন। আজকের মত এখানেই বিদায়। খোদা হাফেজ।

Level 0

আমি আশিক রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks………..

ধন্যবাদ শেয়ার করার জন্য।