আসসালামুআলাইকুম,
আপনার সবাই কেমন আছেন আসা করি অনেক ভাল, আজকে অনেক সহজ একটা নিউন নিয়ে বসে পড়লাম। আপনারা হয়ত ইতিমধ্যেই জেনে গেছেন নিউনটির টাইটেল দেখে। হ্যা বন্ধুরা আজকে আমি দেখাব যে কিভাবে আপনি অতি সহজেই যেকোন উইন্ডোজ কম্পিউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এটা অনেক সহজ পদ্ধতি। যেকেউ পারবে।
এখন মোটামোটি সবাই ব্যক্তিগত কম্পি্উটারে পাসওয়ার্ড দিয়ে রাখে। কিন্তু যে যতই পাসওয়ার্ড দিয়ে রাখুক না কেন আপনার কাছে কিছুই নয়, যদি আপনি তার কম্পিউটারটি একবার চালু অবস্থায় পান তাহলেই হবে। সে যে পাসওয়াডি ব্যবহার করুক না কেন তা আপনার না জনলেও চলবে আপনি আপনার মত করে পাসওয়ার্ড দিয়ে রাখবেন।
তবে একটা কথা বলে রাখি যে আমরা সাভাবিক নিয়মে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে পর্বের প্রদত্ব পাসওয়ার্ডটি জানতে হয় এক্ষেত্রে তা জানতে হবে না।
অনেক ছোট্ট করে ভিডিওটি বানিয়েছি দেখুন। মাত্র ৩ মিনিট সময় লাগবে ধর্য সহকারে দেখুন।
https://www.youtube.com/watch?v=n9Pbp4yGawY
নোট: অনেকেই মনে করেন যে লিখে দিলেই তো হয় আবার ভিডিও কেন। আসলে ভাই আজকার কেউ ধর্যধারণ করে টিউন পড়েনা। তাই ভিডিও আকার বানিয়ে দিলাম।
আমি টেক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার অভিজ্ঞতা বলতে কম্পিউটার হার্ডওয়ার, মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছুটা জ্ঞান অর্জন করেছি এবং আরো ভালেভাবে জানার চেষ্টা করছি আসাকরি এর মধ্য থেকে আপনাদেরকে ভালো ভালো আর্টিকেল উপহার দিতে পারবো।
bro vlo tune bt etar jnno laptop to on thaka lagbe.na on rekheo dekhte pareen eta kono kisur dorkar nai
https://youtu.be/_JOu4C1xZ-U