দেখে নিন কিভাবে উইন্ডোজ ১০ এর critical error সমস্যারর সমাধান করবেন।

আসসালামুয়ালাইকুম; কেমন আছেন সবাই? নিশ্চই ভাল।আজকের টিউন এর বিষয়

হল কিভাবে উইন্ডোজ ১০ এর critical error সমস্যার সমাধান করা যায়। critical error সমস্যা

টি হলে সাইন আউট করা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু উপায়ত একটা আছেই। তাহলে শুরু করা যাক। প্রথমে আপনার কম্পিউটার থেকে  windows+R কি চেপে ধরুন। দেখবেন রান কমান্ড আসবে। সেখানে লিখুন  msconfig এবং ওকে দিন। msconfig অপশন আসলে সেখান থেকে boot ট্যাব এ ক্লিক করুন। দেখবেন boot option লেখাটির নিচে safe boot নামে অপশন আছে।অপশন টাতে টিক চিহ্ন দিন। আর কোন জায়গায় টিক দিবেন না। এবার অ্যাপ্লাই দিয়ে ওকে তে ক্লিক করুন। এবং রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন। রিস্টার্ট হতে স্বাভাবিক এর চেয়ে একটু বেসি সময় নিবে। রিস্টার্ট হওয়ার সময় ডিসপ্লে টা ঘোলা দেখা যাবে,ভয় পাবেন না।তারপর দেখবেন ডেক্সটপ বাকগ্রাউন্ড কালো হয়ে যাবে ও কোনায় লেখা থাকবে safe mode এরপর আবার কিবোর্ড থেকে  windows+R কি চেপে ধরুন। এবং  আগের মত boot option লেখাটির নিচে safe boot নামে অপশনটিতে টিক চিহ্ন টা উঠিয়ে দিন এবং আবার অ্যাপ্লাই দিয়ে ওকে তে ক্লিক করুন।এবং রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন। রিস্টার্ট দিতে দেরি করবেন না। এরপর পুনরায় রিস্টার্ট হতে একটু দেরি হবে।ভয় পাবেন না। রিস্টার্ট হওয়ার পর দেখবেন অই critical error লেখাটি আর নেই। ব্যাস ভাল হয়ে গেল আপনার কম্পিউটার। কোন সমস্যা হলে টিউমেন্ট এ জানাবেন।{((যদি উপরের কাজগুলো সঠিক ভাবে না করতে পারেন বা আপনার কম্পিউটার ঠিক না হয় তবে জানাবেন, স্ক্রীনশট দিতে চেস্টা করব এবং আরও একটি পদ্ধতি আছে সেটা শেয়ার করব))} আর ভাল লাগলেও টিউমেন্ট করে জানাবেন। এতে আমি আর উথসাহিত হব এবং পরবর্তীতে আরো ভাল টিউন করতে আগ্রহী হব।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই আসা নিয়ে আজকের মত শেষ করছি।আল্লাহ্‌ হাফেয।

 

Level 0

আমি সাগর খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am asimple man.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই Windows 10 এ একটা বাগ ছিলো , Nokia pc suite দিয়ে নেট চালানো যায় না , এখনকি এটা ঠিক হয়েছে ??
জানালে খুবিই উপকৃত হতাম …।