আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভাল আছেন। আজকে আপনারদের সামনে একটি কমন প্রায় সকলের মনে আসা একটি কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেন C windows এর default drive হয় ?
বেশ কয়েকবছর আগেও অনেকেই কম্পিউটারকে বিলাস সামগ্রী ভাবত। তবে এখন কিন্তু সেই চিন্তা-ধারা এখন পাল্টে গেছে। কম্পিউটার এখন প্রয়োজনীয় ব্যবহারের সামগ্রী হয়ে উঠেছে। কম্পিউটার মানুষের জীবনযাত্রাকে সহজ থেকে সহজতর হয়ে উঠতে একটা বড় প্রভাবক হিসেবে কাজ করছে। উইন্ডোজ এখন অপরেটিং সিস্টেমদের মধ্যে সর্বত্র রাজত্ব করছে। কারণ সাধারণ ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ইউজার ফ্রেন্ডলি। নন টেকনিক্যালদের জন্য লিনাক্সের চেয়ে এটাই সহজ ফেসবুক, টুইটার ব্যবহার এবং অন্যান্য কাজ করতে।
উইন্ডোজের অনেক কিছু আছে যেগুলোর গুরুত্ব দেওয়া হয় না। তার মধ্যে একটি প্রশ্ন হল, উইন্ডোজের ডিফল্ট ড্রাইভের নামকরণ সম্পর্কে।
এটার নামকরণ C দিয়ে শুরু না হলে এটা যেকোন কিছু হতে পারত, ইংরেজি বর্ণের যেকোন অর্ডার অনুসরণ করে। যুক্তিযুক্ত কারণ হিসবে A দিয়ে ডিফল্ট ড্রাইভের নাম শুরু হতে পারত। কিন্তু কেন তা হল না ? কেন উইন্ডোজ এমন নাম রাখল ?
আসলে এর কারণ কিছুটা ঐতিহাসিক। আর এটা ক্ল্যাসিক ফ্লপি ড্রাইভের সাথে সম্পর্কিত। হার্ড ডিস্কের (standard 1980) ব্যবহার শুরু হওয়ার পূর্বে মানুষ ফ্লপি ডিস্ক ব্যবহার করত কম্পিউটার বুট করার জন্য। তখন দুইটা সাইজ পাওয়া যেত, 5 ½” এবং 3 ½”।
তখন ঐ ফ্লপি ডিস্কগুলোর নামকরণ ছিল Local Disk (A) এবং Local Disk (B). হার্ডডিস্ক আবিষ্কারের পরে ফ্লপি ডিস্কের আকার ৪ ইঞ্চিতে চলে আসে।
আর তাই হার্ডডিস্ক ড্রাইভের নামকরণ শুরু হয় C দিয়ে। একসময় হার্ডডিস্ক জনপ্রিয় হয়ে ওঠে আর ফ্লপি ডিস্ক সেকেলে হয়ে যায়। তাই ড্রাইভের নাম A আর B ও উধাও হয়ে যায়।
তাই ড্রাইভের সূচনা হয় এখন C নাম দিয়ে তারপরে একে একে D,E বিভিন্ন নামকরণ করে সাজানো বাকিগুলোকে। DVD আর USB ড্রাইভের ক্ষেত্রে নামকরণ F, G, H এভাবে বিভিন্ন ইংরেজি বর্ণ দ্বারা নামকরণ হতে থাকে।
আর এটাই হচ্ছে আমাদের সবার প্রশ্নের উত্তর। 🙂
এসব সত্ত্বেও আপনি আপনার ড্রাইভগুলোর নাম পরিবর্তন করতে পারবেন। যদি একই ইংরেজি বর্ণ দিয়ে অন্য কোন ড্রাইভের নাম না থাকে।
সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের সামনে নতুন কোন বিষয় নিয়ে হাজির হব, ইনশাআল্লাহ !
আমি সাদ্দাম হোসাইন সম্রাট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Jana silo. Khub valo tune. oneker jana hoe jabe. 🙂