কম্পিউটারের কিবোর্ড এর সকল শটকার্ট কী সমুহ একসাথে। কাজ করুন আরও দ্রুত।
আসসালামু আলাইকুম। আসুন জেনে নেই কম্পিউটারের কিবোর্ড এর কিছু শটকার্ট মেনু যেগুলো আমাদের কম্পিউটার ব্যবহারকে আরও সহজ করে তুলবে।
শটকার্ট কী সমূহ | ডিসক্রিপশন |
---|---|
Alt + F | কারেন্ট প্রোগ্রামে ফাইল মেনু অপশন। |
Alt + E | কারেন্ট প্রোগ্রামে ইডিট অপশন। |
Alt + Tab | অন্য চলমান প্রোগ্রাম এ সুইচ করা। |
F1 | উইন্ডোজ এর প্রায় সকল প্রোগ্রাম এর ইউনিভার্সাল হেল্প মেনু। |
F2 | সিলেক্টেড ফাইল রিনেম করা। |
F5 | কারেন্ট প্রোগ্রাম রিফ্রেশ করা। |
Ctrl + N | নুতুন ফাইল/ডকুমেন্ট তৈরী করা কোন প্রোগ্রামে। |
Ctrl + O | চলমান প্রোগ্রামে কোন ফাইল ওপেন করা। |
Ctrl + A | সকল ফাইল সিলেক্ট করা। |
Ctrl + B | সিলেক্টেড টেক্সট বোল্ড করা। |
Ctrl + I | সিলেক্টেড টেক্সট ইটালিক করা। |
Ctrl + U | সিলেক্টেড টেক্সট এর নিচে আন্ডারলাইন দেওয়া। |
Ctrl + F | চলমান প্রোগ্রামে সার্চ বক্স ওপেন করা। |
Ctrl + S | চলমান প্রোগ্রাম সেভ করা। |
Ctrl + X | সিলেক্টেড আইটেম কাট করা। |
Shift + Del | পার্মানেন্টলি কোন কিছু ডিলেট করা। |
Ctrl + C | সিলেক্টেড আইটেম কপি করা। |
Ctrl + V | কপি করা আইটেম পেষ্ট করা। |
Ctrl + K | সিলেক্টেড টেক্সট এ হাইপারলিংক এড করা। |
Ctrl + P | চলমান পেজ অথবা ডকুমেন্ট প্রিন্ট করা। |
Home | কারেন্ট লাইন এর প্রথমে যাওয়া। |
Ctrl + Home | ডকুমেন্ট এর প্রথমে যাওয়া। |
End | কারেন্ট লাইন এর শেষে যাওয়া। |
Ctrl + End | ডকুমেন্ট এর শেষে যাওয়া। |
Ctrl + Esc | স্টার্ট মেনু ওপেন করা। |
Ctrl + Shift + Esc | উইন্ডো টাস্ক ম্যানেজার ওপেন করা। |
Alt + F4 | চলমান প্রোগ্রাম বন্ধ করা। |
এরকম আরও টিউন পেতে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।
আমি নাজমুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "নাজমুল আমিন"। আমি 1 বছর 6 মাস আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি । আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন http://www.learninbangla.com/