আসসালামু আলাইকুম,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে নতুন করে বলার কিছু নেই,
প্রতিনিয়ত নিত্য নতুন ফিচার দিয়ে গ্রাহকদের মন জয় করছে এই অপারেটিং সিস্টেম।
আর উইন্ডোজ ১০ তো আপাতত উইন্ডোজ ফ্যামিলির এখন পর্যন্ত শ্রেষ্ঠ অপারেটিং সিস্টেম।
রিলিজ হবার পর থেকে ৭৫ মিলিয়ন ডিভাইসে ইন্সটল হয়েছে এই উইন্ডোজ ১০।
এরপর থেকে মাইক্রোসফট উইন্ডোজ এর আপডেট চ্যানেল এবং ইনসাইডার প্রোগ্রামের মাধ্যমে
অনেক ছোট ছোট আপডেট প্রকাশ করেছে, যা পরবর্তীতে ইউজার এর জন্য সহায়ক হয়েছে।
আর এখন উইন্ডোজ ১০ এর ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ মিলিয়ন।
অনেক প্রতীক্ষার পর গত ২ আগস্ট মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর একটি পূর্ণাঙ্গ আপডেট প্রকাশ করেছ।
যা "উইন্ডোজ ১০ অ্যানাভারসারি আপডেট" ভার্সন ১৬০৭ নামে প্রকাশিত হয়েছে, এর বিল্ড নাম্বার হচ্ছে ১৪৩৯৩
চলুন দেখে নেই প্রমো ভিডিওটি
এবার দেখে নেই এই অ্যানাভারসারি আপডেটের কিছু নতুন ফিচার...
মাইক্রোসফট, উইন্ডোজ ১০ অ্যানাভারসারি আপডেট ভার্সন ১৬০৭ বিল্ড ১৪৩৯৩ এর
৩২ ও ৬৪ দুইটি ভার্সন ডাউনলোডের জন্য উন্মুক্ত করেছে।
তাহলে আর দেরি কেন জলদি জলদি ডাউনলোড করে নিন মাইক্রোসফট উইন্ডোজ ১০ অ্যানাভারসারি আপডেট বিল্ড ১৪৩৯৩
ও
এবং যারা নিজেরা আইএসও তৈরি করতে চান তারা এই নতুন আপডেটেড
মিডিয়া ক্রিয়েশন টুল ব্যবহার করে ডাউনলোড করে নিন আপনার পছন্দমত ভার্সন।
অ্যানাভারসারি আপডেট রিলিজ হয়েছে ২ আগস্ট, সময়ের স্বল্পতার কারণে টিউন করতে দেরি হয়ে গেল,
কিন্তু আপনি আর কেন দেরি করছেন???
এক্ষুনি ডাউনলোড করুন, ইন্সটল করুন আর উপভোগ করুন উইন্ডোজ ১০ এর নতুন সব ফিচার।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমি সালাউদ্দিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bro…….downloaded, installed. awsome, fast and smoot. liked it….Thanks for sharing. Activator den please.