এবারে নিজে নিজেই যে কোন উইন্ডোজ এর ফাইল পেন্ড্রাইউভ এ বুট করুন, একবারে সহজে
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে মাত্র এক ক্লিকে কিভাবে বুটএকটি করবেন পেন্ড্রাইভ।
পেন্ড্রাইভ কেন বুট করতে হয় তা নিয়ে আর কিছু বলতে চাই না। শুধু এটা বলতে চাই windows দেয়ার জন্য এর কোন বিকল্প নেই।
পেন ড্রাইভ বুট দেয়া অনেক সময় ঝামেলার আবার অনিরাপদ ও বটে। কারন এতে pendrive অনেকের নস্ট হয়ে যায়। তাই আজ অত্যান্ত সহজ আর নিরাপদ উপায় নিয়ে এলাম। প্রথমে নিচের সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
size:৮৪৭ kb
ইন্সটল করার দরকার নাই। কারন এটি portable software. তাই বুট করতে পিসি তে pendrive লাগান। তারপর এই সফটওয়্যার টি ওপেন করুন।এবারে iso image লেখা অপশনে আপনার যে কোন উইন্ডোজ এর আই এস ও ফাইল সিলেক্ট করুন। সবথেকে নিচে লেখা স্টার্ট বাটন ক্লিক করলেই বুট হয়ে যাবে। এটা অনেকটা মেমোরি ফরমেট দেয়ার মত। নিচের ফটো এর মত।
Screenshots
Requirements:
- Windows ISO file –
- Rufus – It helps to create bootable flash drive – Download from here
- USB Flash Drive/Pen Drive – minimum 8GB capacity.
আজ এই পর্যন্ত, ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
আমি সন্দ্বিপ কুন্ডু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বস,windows ISO file এর link দিলে অনেক উপকার হতো,এটার কি আবার ফুল ভার্শন এর জামেলা আছে?