এবার খুব সহজেই আপনার কম্পিউটারের ফাইল লক/আনলক করুন!

স্বাগতম আমার জীবনের দ্বিতীয় টিউনে। 🙄
সবাইকে রমযানের শুভেচ্ছা।

আমাদের অনেকের অনেক ফাইল থাকে যা হয়তো আমরা অন্য কাউকে দেখতে দিতে চাই না। আমরা যারা মোটামুটি এডভান্সড, তারা হয়তো অনেকেই ফাইলগুলোকে আর্কাইভ করে পাসওয়ার্ড দিয়ে রাখি। কিন্তু এর থেকে সহজেই ফাইল লক করতে পারলে মন্দ কি?
আজ আপনাদের এমনই এক সফটওয়্যার এর কথা বলবো। এ সফটওয়্যারটি দিয়ে খুব সহজেই আপনি ফাইল লক বা আনলক করতে পারবেন। লক বা আনলক করা যাবে পাসওয়ার্ড এর সাহায্যে। সফটওয়্যারটির নাম সিমপ্লি File Locker। নিচে কিছু স্ক্রীনশট দেখে নিন।

কেনো এটি ব্যবহার করবেনঃ
এরকম সফটওয়্যার হয়তো আরো অনেক আছে। কিন্তু আমি এটি ব্যবহারের কিছু কারণ তুলে ধরছি। প্রথমত এটি খুবই সোজা। খুব সহজেই আপনি ফাইল লক/আনলক করতে পারবেন। তাছাড়া একবার ফাইল লক করার পর সেই ফাইল খোলার সাধ্যি কারও বাপেরও হবে না  :mrgreen: কারণ এটি খুব জটিল এনক্রিপশন এলগরিদম ব্যবহার করে। সেকারণে বলে নিই, কোনো ফাইলের পাসওয়ার্ড ভুলে যাবেন না যেনো! একবার ভুলে গেলে সে ফাইল ফিরিয়ে আনার কোনো পদ্ধতি নেই 😛 আশা করি সমস্যা হবে না।
এখন আসি প্রধান কারণে। সফটওয়্যারটি একজন বাংলাদেশি ডেভেলপার, অর্থাৎ আমার নিজের বানানো! 😛


মজার কথা হলো আজই সফটওয়ারটি রিলিজ হয়েছে।
যদি আপনিও একজন ডেভেলপার হন, আমাকে বলতে পারেন সোর্স কোডের জন্য। সম্পূর্ণ পাইথনে লিখেছি! ^-^
ডাউনলোড করে নিতে পারেন সোর্সফোরজের এই লিঙ্কটি থেকে।

প্রোজেক্ট লিঙ্ক...

ধন্যবাদ। ভালো লাগলে টিউমেন্টে জানাবেন।

 

 

 

 

Level 0

আমি নাঈম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi! I am Naeem. I am a young developer and a computer geek. I am in love with Python!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস