২৯ জুলাই, ২০১৬ তে শেষ হচ্ছে উইন্ডোজ ১০ ফ্রি আপগ্রেড অফার।আপনার কি উইন্ডোজ ১০ এ আপগ্রেড করা উচিৎ?

আমরা সবাই জানি গত ২৯ জুলাই,২০১৫ তে মাইক্রোসফট সকল উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ৮.১ ইউজারদের জন্য উইন্ডোজ ১০ রিলিজ করে।উইন্ডোজ ১০ সম্পর্কে মাইক্রোসফট যেটা বলেছিল তা হল, " Windows 10 will be available as a free upgrade for Windows 7 and Windows 8/8.1 users for the first year. " অর্থাৎ, উইন্ডোজ ১০ এর ফ্রি আপগ্রেড এভেইলেবল হবে শুধুমাত্র প্রথম বছরে।তাই আগামি ২৯ জুলাই,২০১৬ থেকে মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর ফ্রি আপগ্রেড অফিশিয়ালি বন্ধ করতে যাচ্ছে।এখন যারা উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮.১ ইউজ করছেন তারা জুলাই মাসের পরে আর উইন্ডোজ ১০ এর ফ্রি আপগ্রেড পাবেন না।এরপরে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করতে হলে আপনাকে কমপক্ষে ১২০ ডলার গুনতে হবে (যদি আপনি সরাসরি আপগ্রেড করতে চান)। আচ্ছা, এবার আপনাকে ঠিক করতে হবে যে, আপগ্রেডটা ফ্রি থাকাকালীন সময়ে আপনি আপগ্রেড করবেন না কি করবেন না (যদি আপনি এখনও উইন্ডোজ ৭ বা ৮.১ ইউজ করেন)।

 

 

প্রথমে দেখা যাক, কেন আপনার আপগ্রেড করা উচিৎ নয় (Everyone thinks it)

 

১ . ড্রাইভার ঃ

উইন্ডোজ ১০ আপগ্রড এর সবথেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে ড্রাইভার এর সমস্যা।সাধারনত যাদের পিসি বা ল্যাপটপ ২০১০ এর আগে তৈরি সেইগুলার মাদারবোর্ড এর সাপোর্ট ডিস্ক, মানে যেটাকে আমরা ড্রাইভার ডিস্ক বলে জানি সেইটা উইন্ডোজ এক্সপি,সেভেন বা ভিস্তার জন্য বানানো এবং সেই ড্রাইভার উইন্ডোজ ১০ এ ইন্সটল হয় না বা ইন্সটল হলেও কাজ করে না, মোটকথা, উইন্ডোজ ১০ কম্পিটেবল না। উইন্ডোজ ১০ ইন্সটল করার পরে বেশির ভাগ সময় ড্রাইভার নিয়ে সমস্যায় পড়তে হয় এবং অনেকে এটার জন্যই উইন্ডোজ ১০ এ আপগ্রেড করতে চান না।

২ . সফটওয়্যার কম্পিটেবলিটি ঃ

এটাও উইন্ডোজ ১০ এর আরেকটা বড় প্রবলেম।আমরা সাধারনত পিসিতে যেসব অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করি তার মধ্যে প্রায় ৫০% সফটওয়্যার উইন্ডোজ ১০ এর জন্য ডেভেলপ করা হয় নি।তাই অনেকসময় দেখা যায় উইন্ডোজ ৭ এ যেসব সফটওয়ার ব্যবহার করা যেত সেইগুলা উইন্ডোজ ১০ এ ইন্সটল করতে প্রবলেম হয়।এই প্রবলেমটা দেখা যায় মুলত কয়েকটা গেমস এর ক্ষেত্রে, যেমন Age of Empires, Call of Duty  etc.

৩. বাগস ঃ

এটা সম্ভবত উইন্ডোজ ১০ এর সবথেকে বড় প্রবলেম। উইন্ডোজ ১০ ওএস টা উইন্ডোজ ৮.১ বা উইন্ডোজ ৭ এর মত এতটা স্টাবল না।কিছুটা বাগস বা প্রবলেম এখনও আছে উইন্ডোজ ১০ এ।মানে হয়ত কিছু অ্যাপস হটাত Stopped Working হওয়া, বা মাঝে মাঝে স্টার্ট স্ক্রিন ফ্রিজ হয়ে যাওয়া,পিসি  হেঙ করা ইত্যাদি এমন অনেক বাগ হয়ত পাবেন উইন্ডোজ ১০ এ।কিন্তু মাইক্রোসফট এই বাগসগুলা খুব তাড়াতাড়ি ফিক্স করবে এবং ৮০% বাগস এখন আর নাই।

 

এবার দেখা যাক, কেন আপনার আপগ্রেড করা উচিৎ (You didn't know)

 

ড্রাইভার প্রবলেম (Fixed) :

প্রথমে ১ নাম্বারে যে প্রবলেমটার কথা বলছিলাম সেইটা এখন আর নাই। মানে মাইক্রোসফট  এই প্রবলেম এর সলুশন দিয়েছে।এখন ওয়িন্দওজ ১০ এ কোন ড্রাইভার আপনাকে ম্যানুয়ালি ইন্সটল করতে হবে না।আপনার পিসির জন্য কি কি ড্রাইভার আপনার দরকার এটা আপনার থেকে আপনার পিসি ভাল জানে :P, তাই না? আপনার যদি এমবি নিয়ে প্রবলেম না থাকে তাহলে আপনি সব  ধরনের ড্রাইভার এর আপডেট আপনার পিসির আপডেট চেক করলেই পাবেন।সারাদিন নেটে বসে বসে ড্রাইভার খুজে বেড়াতে হবে না।আপনার পিসি নিজেই আপডেট চেক করে ড্রাইভার প্যাকেজ ডাউনলোড করবে আর ইন্সটল করবে, তাই কম্পিটেবলিটি নিয়ে বিন্দুমাত্র ঝামেলা নাই। 🙂

আর এখন প্রায় ৮০% সফটওয়্যার কোম্পানি উইন্ডোজ ১০ এর জন্য সফটওয়্যার ডেভেলপ করে।তাই সফটওয়্যার কম্পিটেবলিটি নিয়ে খুব বেশি ঝামেলা  নেই। এখন প্রায় সব প্রয়োজনীয় সফটওয়্যারই Windows 10 compitable।আর উইন্ডোজ ১০ এর চেনা পরিচিত বাগস এখন প্রায় নেই বললেই চলে।এটা যারা এখন উইন্ডোজ ১০ ইউজ করেন তারা বেশি ভাল জানেন। 🙂

 

নতুন ইউনিভারসাল অ্যাপস ইউজ করার সুবিধা ঃ

এমন অনেক অ্যাপস আর গেমস আছে যেগুলা আমরা মোবাইলে বা ট্যাবলেটে ইউজ করি আর পিসিতে বা ল্যাপটপেও ইউজ করতে চাই কিন্তু উইন্ডোজ ৭ বা ৮ সেই অ্যাপসগুলা নাই বা এভেলেবল না।যেমন, অফিশিয়াল ফেসবুক অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ইউটিউব অ্যাপ ইত্যাদি এই অ্যাপসগুলা ইউজ করতে হলে আপনাকে অবশ্যই উইন্ডোজ ১০ এ আপগ্রেড করতে হবে।

 

আরও শক্তিশালি ও ইন্টারগ্রেটেড উইন্ডোজ ডিফেন্ডার ঃ

উইন্ডোজ ১০ এ আপগ্রেড করলে আপনাকে পিসির জন্য আলাদা কোন এন্টিভাইরাস কিনতে হবে না।কারন পিসির জন্য বেস্ট অ্যান্টিভাইরাস উইন্ডোজ ডিফেন্ডার উইন্ডোজ ১০ এ ইন্টারগ্রেটেড থাকবে এবং আপনি এটার উপর আরও ভাল কনট্রোল পাবেন অর্থাৎ প্রিমিইয়াম অ্যান্টিভাইরাসে আপনি যা যা সুবিধা পান, প্রায় সবকিছুই পাবেন এটাতে এবং সবথেকে ভাল ব্যাপার হচ্ছে, এটা ১০০% ফ্রি। 🙂

 

এবং আরও অনেক গেমস ঃ

উইন্ডোজ ১০ এ ডেস্কটপ গেমস এর পাশাপাশি উইন্ডোজ স্টোরে আপনি Asphalt 8, Gt racing 2, Temple Run, Forza Motosports, GTA, Quantum Break ইত্যাদি আরও অনেক পপুলার গেমস পাবেন যেইগুলা আপনি উইন্ডোজ ৭ বা ৮  এ পাবেন না।

 

বিল্ট ইন ওয়্যারলেস ডিস্প্লে ড্রাইভার ঃ

সাধারনত উইন্ডোজ ৭ এ  ল্যাপটপ এর স্ক্রিন স্মার্ট টিভি তে প্রোজেক্ট করতে হলে Intel WiDi  সফটওয়্যার ছাড়া সম্ভব হত না।বাট এই সফটওয়্যারটা আবার অনেক সেন্সিটিভ।অনেকসময় দেখা যায়, ল্যাপটপ সাপোর্টেড হলেও এটা সহজে ইন্সটল করা যায় না।এছাড়া এই সফটওয়্যারে হাজারো সমস্যা আছে, এক কথায় একটা প্রতিবন্ধি সফটওয়্যার এইটা :P। বাট উইন্ডোজ ১০ এ ল্যাপটপ এর স্ক্রিন প্রোজেক্ট করতে হলে এই ধরনের কোন সফটওয়্যার লাগবে না।

 

গেমিং পারফরমেন্স ঃ

অনেকেই বলবেন যে গেমিং এর জন্য উইন্ডোজ ৭ বেস্ট।কিন্তু না, এটা অনেকেরই ভুল ধারনা।উইন্ডোজ ১০ এর গ্রাফিক্স, রেম অপটিমাইজেশন উইন্ডোজ ৭ বা ৮ এর থেকে অনেক ভাল।এছাড়া উইন্ডোজ ১০ এ এক্সবক্স এর গেমও স্ট্রিম করে খেলতে পারবেন কোন সমস্যা ছাড়াই। এছাড়া উইন্ডোজ ১০ এ ডট নেট ফ্রেমওয়ার্ক নিয়েও কোন ঝামেলা হয় না।তাই, গেমিং ল্যাপটপ বা পিসির জন্য উইন্ডোজ ১০ বেস্ট চয়েজ।

এছাড়া উইন্ডোজ ১০ এ সবথেকে এডভান্সড ব্রাউজার মাইক্রোসফট এজ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট করটানা তো থাকছেই। 🙂

 

এবার আপনিই সিদ্ধান্ত নিবেন যে আসলেই আপনার উইন্ডোজ ১০ এ আপগ্রেড করা উচিৎ না কি আপনি উইন্ডোজ ৭ বা ৮ এর সাথেই থাকবেন। তবে আপনি যদি মনে করেন যে, " উইন্ডোজ ৭ বেস্ট ওএস, এর থেকে ভাল ওএস মাইক্রোসফট কোনদিন বানাইতে পারবে না " তাহলে শুধু এইটুকুই বলতে পারি যে আপনার ধারনাটা ভুল।উইন্ডোজ ১০ হল মাইক্রোসফট এর সর্বশেষ ওএস এবং বাজার কিভাবে ধরে রাখতে হয় এটা মাইক্রোসফট খুব ভাল জানে।তাই উইন্ডোজ ১০ কে মাইক্রোসফট এমনভাবেই ডেভেলপ করছে যাতে এটা হয়, The Best Windows Ever. 🙂

 

 

ধন্যবাদ আমার টিউনটা ধৈর্য সহকারে পড়ার জন্য। টিউন এ কোন ভুল থাকলে বা যেকোন প্রশ্ন থাকলে টিউনমেন্টে বলতে পারেন, ফেসবুকেও বলতে পারেন। 🙂

Level 0

আমি সিয়াম একান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সিয়াম রউফ একান্ত। অনেকে সিয়াম নামে চেনে আবার অনেক একান্ত নামে। যাইহোক, পড়াশুনা একেবারেই ভাল লাগেনা আমার। ভাল লাগার মধ্যে দুইটা জিনিস , ফটোগ্রাফি আর প্রযুক্তি। এই প্রযুক্তির প্রতি ভাললাগা থেকেই টেকটিউন্স চেনা এবং টেকটিউন্সে আইডি খোলা। দেখা যাক কতদূর কি করা যায়......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব চমৎকার। আমি টেনিয়ান!

Level 0

vi kow ki amka bolta parba windows 10 & 7 only C: Drives A setup dow jay ki na … na dual windows R jonow 2 ta drives e use kr ta hobayy ..ame 1ta drives a 2 tay windows deta chay ta see

ভাইয়া , আপনি আমাকে একটা সমাধান দিন : 🙂

Windows 10 এর যে কোন 64/32 Bit Edition করলে আমার ২ টা সমস্যা হচ্ছে ,

১। D-Link এর কোন Adapter/Modem সাধারণভাবে Install করতে পারছি না (Install Block)। কেবল CMD Administator মোড এ করতে পারছি ।

২। Task Manager এ প্রচুর প্যাঁরা দিচ্ছে (Not Responding) । আমি গুগল করে / Youtube এ অনেক ঘাটাঘাটি করেছি । তবে Task Manager এর প্রবলেম টা Solve করতে পারছি না ভাইয়া 🙁

ভাইয়া , আপনি আমাকে একটা সমাধান দিন : 🙂

Windows 10 এর যে কোন 64/32 Bit Edition Setup করলে আমার ২ টা সমস্যা হচ্ছে ,

১। D-Link এর কোন Adapter/Modem সাধারণভাবে Install করতে পারছি না (Install Block)। কেবল CMD Administator মোড এ করতে পারছি ।

২। Task Manager এ প্রচুর প্যাঁরা দিচ্ছে (Not Responding) । আমি গুগল করে / Youtube এ অনেক ঘাটাঘাটি করেছি । তবে Task Manager এর প্রবলেম টা Solve করতে পারছি না ভাইয়া 🙁