প্রায় সবাই জানেন যে গত ২৯ জুলাই,২০১৫ তে মাইক্রোসফট অফিশিয়ালি উইন্ডোজ ১০ রিলিজ দেয় সকল কম্পিটেবল পিসি এবং ল্যাপটপ এর জন্য।অনেকে এটাও জানেন যে, ২৯ জুলাইতে অফিশিয়ালি যে বিল্ডটা রিলিজ করে সেটা খুব বেশি স্টাবল ছিল না।বাগস এর কারনে অনেকে আবার উইন্ডোজ ৮.১ বা উইন্ডোজ ৭ এ রোলব্যাক করেন।এরপরে এইসব বাগস ফিক্স করতে আর উইন্ডোজ ১০ কে আরেকটু স্টাবল করতে মাইক্রোসফট প্রায় প্রতি মাসেই নতুন আপডেট বা বিল্ড রিলিজ করে।এর মধ্যে সবথেকে বড় পাবলিক আপডেট রিলিজ করা হয় গত নভেম্বর মাসে যেটার নাম দেয়া হয় Windows 10 version 1511, build 10586 (Threshold 2)। এই বিল্ডটা ছিল অনেকটাই স্টাবল এবং ব্যবহারযোগ্য।এখনও পর্যন্ত এটাই উইন্ডোজ ১০ এর অফিশিয়াল লেটেস্ট আপডেট।
এরপর মাইক্রোসফট তাদের সর্বশেষ ইভেন্টে (Build 2016) উইন্ডোজ ১০ এর একটা নতুন আপডেট এনাউন্স করে যেটার নাম Windows 10 Anniversary Update, যদিও এর আগে উইন্ডোজ ১০ রেডস্টোন আপডেট এর কথাও শোনা যায়।তবে মাইক্রোসফট কনফার্ম করে যে উইন্ডোজ ১০ অ্যানিভারসারি আপডেট চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে পাবলিকলি রিলিজ দেয়া হবে ঠিক আগের উইন্ডোজ ১০ অফিশিয়াল আপডেট এর মত।তাহলে নিশ্চই বুঝতে পারছেন যে এই আপডেটটার নাম কেন Anniversary Update রাখা হইছে।তো এইবার দেখা যাক, কি কি নতুন ফিচার থাকছে এই আপডেটে। 🙂
উইন্ডোজ ১০ এর স্টার্ট মেনু আগে থেকেই অনেক সুন্দর এবং আকর্ষণীয় ছিল।কিন্তু এই আপডেটে স্টার্ট মেনুকে আরেকটু নতুন ভাবে সাজানো হবে।স্টার্ট মেনুতেও উইন্ডোজ ১০ এর অ্যাপস গুলার ডিজাইনকে ধরে রাখা হবে।স্টার্ট মেনুতেও অ্যাপস এর মত হ্যামবার্গার মেনু থাকবে এবং অ্যাপসগুলাও আরেকটু সুন্দরভাবে সাজানো থাকবে।
Start Menu
Start Screen
এবার একশন সেন্টারেও থাকছে নতুন ইউজার ইন্টারফেস।একশন সেন্টার বলতে আমরা যেটাকে উইন্ডোজ ১০ এর নোটিফিকেশন সেন্টার বলে চিনি,যেখানে পিসির বিভিন্ন অ্যাপ আর নরমাল নোটিফিকেশন আসে।এবার একশন সেন্টার এর উপরের অংশে স্টিকি নোট ঝুলিয়ে রাখা যাবে এবং যেকোনো মেসেজ বা চ্যাট প্রত্যেকটি থাম্বনেইল সহ একশন সেন্টারে থাকবে।এবার একশন সেন্টার হবে ক্লাউড বেসড। অর্থাৎ আপনার আইফোন বা এন্ড্রয়েড বা উইন্ডোজফোন এর নোটিফিকেশনগুলাও আপনি উইন্ডোজ ১০ এর একশন সেন্টারে sync করতে পারবেন চাইলে।
কর্টানা ছিল উইন্ডোজ ১০ এর বেস্ট ফিচারসগুলার মধ্যে একটা।সব উইন্ডোজ ১০ ইউজাররাই জানেন যে করটানা কি, বাট যারা জানেন না তাদের জন্য, করটানা হচ্ছে উইন্ডোজ ১০ ইউজার এর পারসোনাল অ্যাসিস্ট্যান্ট।করটানা দিয়ে কি কি করতে পারবেন বা কিভাবে কাজে লাগাতে পারবেন সেটা একটু গুগল ঘাটলেই বুঝবেন।সব যদি আমিই বলে দেই তাহলে আপনি কি শিখলেন জীবনে? :p :p। যাই হোক, এবার করটানা লকস্ক্রিনেও এভেইলেবল হবে,অর্থাৎ আপনি সাইনড ইন না থাকলেও করটানা কাজ করবে।
এইটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই। এইটা ছিল উইন্ডোজ ১০ এর মোস্ট ওয়ান্টেড ফিচার।বাট এইটা ঠিক কিভাবে কাজ করবে বা ঠিক কিভাবে ফোন এর সাথে কানেক্টেড থেকে এই কল করা যাবে এইটা নিয়ে আমি বেশি কিছু জানি না। :p
উইন্ডোজ ১০ ইউজ করেন অথচ মাইক্রোসফট এজ ব্রাউজার চিনেন না বা ভাল লাগে নাই এমন মানুষ খুজে পাওয়া কঠিন :p।ইন্টারনেট এক্সপ্লোরার এর রিপ্লেসমেন্ট কিন্তু অনেক ফাস্ত এবং এডভান্সড।জোস একটা ইন্টারনেট ব্রাউজার।এবার মাইক্রোসফট এজ ব্রাউজারেও ফায়ারফক্স আর গুগল ক্রোম এর মত এক্সটেনশন বা এডঅন ইউজ করতে পারবেন। 🙂 আর অন্যান্য ব্রাউজারে যেমন ফেসবুক বা অন্যসব সাইট থেকে ওয়েব নোটিফিকেশান পাওয়ার বেবস্থা ছিল, এবার এটা মাইক্রোসফট এজ ব্রাউজারেও থাকবে।এছাড়াও মাইক্রোসফট এজে থাকবে Windows Hello ইন্টারগ্রেশন।
আগে উইন্ডোজ ১০ এর জন্য কোন অফিশিয়াল ফুল ফিচারড স্কাইপ ইউনিভারসাল অ্যাপ ছিল না।স্কাইপ ইউজ করতে চাইলে ডেক্সটপ অ্যাপ ইউজ করতে হত।কিন্তু উইন্ডোজ ৮ এর মত স্টোরে কোন অফিশিয়াল ইউনিভারসাল অ্যাপ ছিল না।কিন্তু এবার সব ইউজাররাই বিল্ট ইন স্কাইপ অ্যাপ পাবেন।
এবার সেটিংস্ মেনুতেও নতুন ইন্টারফেস দেয়া হয়েছে যেটা আগের থেকে অনেক ইম্প্রুভড এবং আকর্ষণীয়।এছাড়া এবার ফুল সিস্টেম ডার্ক থিম দেয়ার অপশনও থাকবে সেটিংসে।
মোটামোটি এইগুলাই ছিল উইন্ডোজ ১০ অ্যানিভারসারি আপডেট এর উল্লেখযোগ্য ফিচারস।আশা করি আগামি আগস্ট মাসের মধ্যেই আমরা আপডেটটি পাব। 🙂
NB: অনেকেই এখনও জানেন না যে উইন্ডোজ ১০ এর জন্য অফিশিয়ালি ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপ রিলিজ দিছে ফেসবুক।উইন্ডোজ ১০ এর ফেসবুক অ্যাপ সব ফিচারস এর দিক থেকে এন্ড্রয়েড এবং আইওএস এর ফেসবুক অ্যাপ এর থেকে অনেক বেটার।অ্যাপ দুইটা যারা এখনও ডাউনলোড করেন নি তারা উইন্ডোজ স্টোরে সার্চ করলেই পাবেন।আর এইটা Anniversary এর অ্যাপ না, এটা আপনি উইন্ডোজ ১০ এর যে ভারশন ইউজ করছেন সেটাতেও পাবেন। অর্থাৎ ১০৫৮৬ এর সব বিল্ডেই ইন্সটল করতে পারবেন।
ধন্যবাদ, টিউনটা ধৈর্য সহকারে পড়ার জন্য।যেকোনো প্রশ্ন থাকলে টিউনমেন্টে বলতে পারেন অথবা ফেসবুকে বলতে পারেন।
আমি সিয়াম একান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সিয়াম রউফ একান্ত। অনেকে সিয়াম নামে চেনে আবার অনেক একান্ত নামে। যাইহোক, পড়াশুনা একেবারেই ভাল লাগেনা আমার। ভাল লাগার মধ্যে দুইটা জিনিস , ফটোগ্রাফি আর প্রযুক্তি। এই প্রযুক্তির প্রতি ভাললাগা থেকেই টেকটিউন্স চেনা এবং টেকটিউন্সে আইডি খোলা। দেখা যাক কতদূর কি করা যায়......
আপনাকে ধন্যবাদ এই বিষয়ে টিউন করার জন্য।