উইন্ডোজ এক্টিভ সমস্যার সমাধান ছোট সফটওয়্যার দিয়ে করতে হয়

                                       বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

সবাই কেমন আছেন ???

আশা করি সবাই অনেক ভাল আছেন।

আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভাল আছি।

 

আমরা অনেক সময় দেখে থাকি  উইন্ডোজ সেটাপ দেয়ার পর উইন্ডোজ এক্টিভ হয় না।

 

মাথাটা তখনই গরম হয়ে যায়। শীতের দিন হলেও 🙂

 

এখন কি করবো ?? নতুন করে আবার উইন্ডোজ দিবো !!!

অবশ্যই না।  কেননা আজকের টিউনটি উইন্ডোজ এক্টিভ সমস্যার সমাধান দেয়ার জন্য তৈরি।

 

ছোট একটি সফটওয়্যার দিয়ে (তাও আবার পোর্টেবল)।

কিভাবে কি করবেন ??

সেটাই এখন দেখাবো।

 

আমিও এই সমস্যায় পড়েছিলাম। অনেক সফটওয়্যার নামিয়েছিলাম নেট ঘেটে।

 

যে সফটওয়্যারটি কাজে দিয়েছিল  সেটা আপনাদের এখন দিয়ে দিব।

 

মিডিয়াফায়ার লিঙ্ক :  এখানে  একটা  ক্লিক করতে হবে   🙁 Mediafire LINK Only 2.78 MB

বারবার মিডিয়াফায়ার ফাইল ডিলিট করে দিতেছে !  তাই

(jumpshare ডাউনলোড  Link)  Click Here

 

Others Link :

 

 

এরপর  ডাউনলোড শেষে  ফাইলটি আনজিপ করে ফেলুন।

 

এখন   KMSpico Install ফোল্ডারে প্রবেশ করূন।

সেখান থেকে   KMSpico_setup.exe  ফাইলটি ডাবল ক্লিক করে ইনস্টল করতে হবে।

next/ok  যা আসে দিয়ে দিন   দিয়ে দিন।

 

এখন ইনস্টল শেষে  পিসি  রি-ইস্টার্ট   দিন।   🙁 🙂

 

কাজ করতেছে - মানে  উইন্ডোজ এক্টিভ হয়েছে ???

 

তাহলে আর কি !!!     মজা লুটুন। 🙂  🙁 🙂

 

আর কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন।

 

ভালো লাগলে একটা টিউমেন্ট করূন।

 

আমি টেকটিউনসে নতুন এবং

এটা ৩য় টিউন তাই কোন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 

আমাকে ফেসবুকেও পেতে পারেন

ফেসবুকে আমি

 

                    জানবো পুরো পৃথিবীকে, ছড়িয়ে দিব সকলের মাঝে।

 

সবাই ভাল থাকুন। দেখা হবে অন্য কোন দিন। অন্য কোন বিষয় নিয়ে।

সেই প্রত্যাশায়

 

আজকের মত টা টা  🙂  🙁 🙂

 

 

Level 0

আমি হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বেশি কিছু বলার নেই । ভালবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে, জ্ঞান আহরন করতে , যতটুকু জানি তা অন্যের মাঝে ছড়িয়ে দিতে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস