পাচঁ মিনিটে বন্ধ করুন, Windows 10 এর সকল অটো আপডেট !

অনেক পর আবার টেকটিউনসে ফিরে আসলাম।

মনে হচ্ছে নানার বাড়ি েবেড়াতে আসলাম

আমার মামারা আমার জন্য কত কিছুনা তৈরি করেছে।

আজ সময় নিয়ে ঘুরে ঘুরে সব দেখব।

মামার বাড়ি আসলাম, মামার ছেলে পোলার জন্য কিছু না আনলে কি আর হয়।

আসুন কি কি আনছি দেখে ‍ নিন তো।

আমরা জানি, জানালা দশ হচ্ছে, সর্বশেষ আপডেটেড জানালা  যা বলতে গেলে অনেক সহজ, এবং যে কারো সহজে বোধ গম্য বলে আমার মনে হয়, কারন। আমি অন্য উয়োনএডাজ গুলোতে এতটা মজা আর পাই নি।  কিন্তু এত মজা পেলে আর কি হবে। মাঝে মাঝে সেই মজাটা আর তেতো হয়ে যায় মুখে !

আসুন তাই গড়াগড়ি করে সেই তেথোটা খুলি করে ফেলে দি।

 

দেখুন ভিডিওটি

 

ভিডিও লিংক

দেখে জেনে নি, কিভাবে জানালার সকল কেরামতি বন্ধ করতে হয় !

<iframe src="https://www.youtube.com/embed/Woz2BpY-yCU" frameborder="0" allowfullscreen></iframe>

সময় হলে আমার ব্লগে ঘুরে আসবেন  TechBD.info

আশা করি ভিডিওটা দেখে যদি উপকৃত হন। তাহলে সাবক্রাইব করতে ভুলবেন না।

আর যেকোন সমস্যার সমাধান করদে না পারলে, এইখানে টিউমেন্ট করবেন। অবশ্যই সাহায্য করার চেষ্টা করব।

আর আমার িআরো কিছু টিউন আচে যা, হয়তো কোন না কোন ভাবে আপনার উপকারে আসতে পারে। তাই আমার প্রোফাইল ভিজিট করে দেখে নিবেন  ।

হয তো নানা সমস্যার সমসাধানও হয়ে যেতে পারে এই ছোট্ট কাজটা করার মাধ্যমে।

অনেক কথা বললাম, এখন আমার যাও্রযার পালা।

ভাল থাকবেন, সবাই।

কোন বানান ভুল হলে, না ধরে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

 

ধন্যবাদ আবারো।

Level 0

আমি আব্দুল মান্নান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস