উইন্ডোজ 10 ও 8 এ .NET Framework 3.5 সমস্যা এর সমাধান।

পরম করুনাময় মহান আল্লাহর নামে শুরু করছি, আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি।

এবার কাজের কথায় আসা যাক, যার উইন্ডোজ 8 ও 10 ব্যবহার করছেন তারা নিশ্চায়ই বিজয় বাহান্ন সফটওয়্যার ইনিস্টল দেওয়ার সময় .NET Framework 3.5 সমস্যা এর সম্মুখীন হয়েছেন। উইন্ডোজ 8 এ অনলাইন ইনিস্টলারের মাধ্যামে .NET Framework 3.5 ইনিস্টল দেওয়া গেলেও উইন্ডোজ 10 এ ইনিস্টল করা যায় না যার ফলে বাংলা লেখার জন্য বিজয় বাহান্নও ইনিস্টল দেওয়া যায় না। এমন সমস্যায় অনেকেই পরেছেন। আজ আমি এর সমাধান দিব।

প্রথমে উইন্ডোজ 10 বা 8 দেওয়া কমপ্লিট করুন, তারপর উইন্ডোজের ডিস্ক বাহির করবেন না। নিচের স্ক্রীনশট দেখুন।

উইন্ডোজের ডিস্ক ডিভিডি ড্রাইভারে থাকা অবস্থায় আমার দেওয়া ব্যাচ ফাইলটা ডাউনলোড করুন।

ডাউনলোড করার পর winrar দিয়ে extract করুন এবং এটিতে ডান ক্লিক করে Run as Adminitrator হিসেবে চালু  করুন। নিচের চিত্র দেখুন।

দেখবেন এটা অটোমেটিক ভাবে .NET Framework 3.5 ইনিস্টল হচ্ছে।

100 % হলে কমান্ড প্রোমট কেটে দিন এবং এবার দেখুন বিজয় ইনিস্টল হতে আর কোন সমস্যা হবে না।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে অবশ্যই টিউমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে আশাকরি সবাই ভালো থাকবেন।

সবাই টেকটিউন এর সাথেই থাকুন, কপি পেষ্ট যুক্ত টিউন

বর্জন করুন এবং টেকটিউনের সুস্থ পরিবেশ বজায় রাখুন।

ডাউনলোড লিঙ্ক

আর ভালো লাগলে আমার এই ব্লগ থেকে ঘুরে আসতে পারেন এবং এখানে একটা লাইক দিয়েন।

Level 1

আমি সাব্বির ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ করেছে, ধন্যবাদ আমার Windows 8 এ অনেক ঝামেলা করতো, এখন সমাধান হয়েছে

    ফারহাদ শাকিল ভাই ধন্যবাদ. আপনাদের সমস্যার সমাধান হলেই সার্থক।

ভাই যদি পেনড্রাইভ থেকে ইনস্টল দিয়ে থাকি তাহলে??

    অা‌মি পরীক্ষা ক‌রি‌নি অাপ‌নি চেষ্টা ক‌রে দেখ‌তে পা‌রেন।

অসাধারন সমাধান, অসংখ্য ধন্যবাদ ভাই।