আসসালামু আলাইকুম।
অনেক দিন পর তোমাদের সামনে হাজির হলাম। কেমন আছো বন্ধুরা ?
আজকে আমি তোমাদের সাথে দুইটা বই শেয়ার করব। বই দুটি তোমাদের জন্য উপকারী হবে বলে আমি আশা করি। আমি এই যে টিউনের পরিবর্তে ইবুক শেয়ার করলাম তার পেছনে একটা যুক্তিযুক্ত কারণ আছে, আর তা হল এখানে দুইটা টিউন আমি একসাথে করে ফেললাম। যার ফলে তোমাদের ও আমার সময় এবং পরিশ্রম কমলো।
বইগুলো যতটুকু সম্ভব সহজ করা হয়েছে। আর সাইজের কথা বলতে গেলে দুইটা মিলিয়ে ১ মেগা বাইট হবে কিনা সন্দেহ!
অনেকের কাছে এই বই দুটি তুচ্ছ মনে হতে পারে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই তোমার আমার মত গুটিকয়েকজন মানুষ ছাড়া অনেক মানুষ আছে যারা এসবের কিচ্ছু জানে না। নতুনদের এই বই দুটি অনেক উপকার করবে। সবার সুবিধার জন্য Google Drive এ ফাইল upload দেয়া হয়েছে। ডাউনলোড লিংক নিচে দেয়া হল। সুবিধা তেমন খুলে বলার কিছু নেই, দেখলেই বুঝতে পারবে।
বই দুটি হলঃ
সুবিধাঃ কম্পিউটারের ডিলিট হয়ে যাওয়া Partition রিকোভার করতে সাহায্য করবে।
সুবিধাঃ কম্পিউটারের right click menu তে Control Panel নিয়ে আসার মাধ্যমে অনেক কাজ দ্রুতগতিতে করা যাবে।
ডাউনলোডঃ
আজকে এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো। ভুল হলে ক্ষমা করবে। টিউনের সম্পুর্ণ অংশ আমার নিজের লেখা, তাই কেউ প্লিজ কপি করবে না। আর যদি করেন তাহলে অবশ্যই ক্রেডিট দিবে। সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।
আমি এস এম মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রযুক্তির প্রতি আগ্রহ প্রচুর। আমি সব সময় প্রযুক্রি সম্পর্কে নতুন কিছু জানতে চেষ্টা করি। টেকটিউনস এর সাথে অনেক বছর যাবত আছি । শুরু করেছিলাম এই টেকটিউনস দিয়ে, এখন তথ্য প্রযুক্তির এই বিশাল সাগরে "অ, আ, ই" পর্যন্ত শিখেছি ।
বইটা কি বাংলা না ইংরেজী