সবাই কেমন আছেন ?
আশাতো করছি ভালোই আছেন। আজকে ঠান্ডাটা একটু বেশি লাগছে। তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম না। ভাবলাম কিছু লিখি। কিন্তু কি যে লিখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। হটাৎিএকটি সফটওয়ার এর কথা মনে পড়ে গেলো তাই আপনাদের সাথে সেয়ার করলাম। নানান সফটওয়ার ইনস্টল করার করনে আমাদের কম্পিউটার এ নানান ধরনের junk files জমা হয়ে থাকে। এগুলো ডিলেট না করলে কম্পিউটার স্লাে হয়ে যায়। আবার ইন্টারনেট চালালেও অনেক ধরনের খারাপ junk files জমা হয়ে যায়। তাই এগুলো ডিলেট করা খুবই দরকারী। ডিলেট না করলে এটা কম্পিউটার এর রেম এর স্পিড কমিয়ে দেয়।
আপনারা এতদিন হয়তো কম্পিউটার এর স্টার্ট মেনুতে গিয়ে Run এ ক্লিক করে Temp, prefetch, %temp%, tree লিকে junk files গুলো ডিলেট করেছেন। আর আপনাদের এতো কষ্ট করতে হবে না।অাজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সফটওয়ার এর মাধ্যমে এই সবগুলো junk files ডিলেট করবেন।
প্রথমেই বলে নেই এটি আপনাদের ইনস্টল করতে হবে না। নিচের লিংক থেকে এটি ডাওনলোড করে নিন।
এখন আপনার কাজ হলো সফটওয়ারটি ডাওনলোড করে আপনার কম্পিউটার এর ডেক্সটপ এ রাখবেন। এবং যখনি আপনি junk files ডিলেট করতে চাইবেন। তখন শুধু ঔ সফটওয়ার টাতে ডাবল ক্লিক করবেন দেখবেন Temp, prefetch, %temp% সব junk files একসাথে ওপেন হবে। তারপর আপনি সবগুলোকে একসাথে সিলেক্ট করে সিফট চেপে ডিলেট করে দিন।
টিউনটা আমার সাইটে আগে করেছি তাই নতুন করে ফাইলটা অার আপলোড করলাম না।
ধন্যবাদ
আমি পাবেল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এটি batch ফাইল দিয়ে নিজেই তৈরি করতে পারেন