কেমন আছেন সবাই ?
আশা করছি ভালোই আছেন। আজ আমি আপনাদের কম্পিউটারের খুবই কমন একটা সমস্যার সমাধান দিতে যাচ্ছি। আপানার কম্পিউটারের হার্ডডিস্ক লোড হয়ে গেছে তার সাথে সাথে ফাইল গুলো বেশি সময় ধরে লোডিং নিচ্ছে। কি তাই না ? সবাই বলে হার্ড ডিস্ক লোড হয়ে গেলে নাকি কম্পিউটার স্লো হয়ে যায়। তবে ভাই কথাটা কিছুটা সত্যি আবার কিছুটা মিথ্যা। আমার কম্পিউটারের 3TB একদম লোড তাও আমার পিসি স্লো হয়নাই। এমনকি আমার কম্পিটারের প্রত্যেকটা ফাইলে কমসে কম 40GB করে ফাইল আছে। তাও আমার কম্পিউটারের ফোল্ডার গুলো খুব তারাতারি লোডিং হয়ে যায়। ভাই এইটার একটা টেকনিক আছে। আজ আমি আপনাদের দেখাবো সেই টেকনিকটা কি।
আপনার কম্পিউটার ফাইল কি নিচের ছবির মতো করে লোডিং নেয় ?
তাহলে আপনার করনিয় হচ্ছে। কম্পিউটারের রাইট মাউস এ ক্লিক করে Properties এ যান। উপরের মতো একটা মেনু দেখতে পাবেন। ঔ মেনুর Customize অপশান এ যান। সেখানে লিখা থাকবে What kind of folder do you want ?
সেখানে General Items select করুন এবং Also use sub folder যে জায়গায় লিখা আছে সেখানে ঠিক চিহ্ন দিয়ে Ok করে বার হয়ে আসুন। এইরকম করে আপনার সব ড্রাইবে ঢুকে করে দিন। দেখবেন ফাইল গুলো খুব তারাতারি লোড নিচ্ছে। এখন আশা করি কোন সমস্যা হবে না।
তাও যদি সমস্যা হয় তাহলে টিউমেন্ট করুন।
আরো কিছু জানতে আমার ব্লগটা ঘুরে আসবেন Technical tunes
ধন্যবাদ