যে কোন মাদার বোর্ড হোক।সমস্যা নাই।মাদার বোর্ড সিডি যদি না ইন্টল দেন। তাহলে আপনার কম্পিউটারে গ্রাফিকস আসবে না।অথ্যাৎ ভাল এইচ ডি মোভি বা ছবির রেজুলেশন ভাল দেখাবে না। সাউন্টে ও সমস্যা হবে।আর অনেক কিছুই সমস্যা হবে।আপনি সফ্ওয়ার টি ইন্টল দিন। আপনার নেট কানেকশন আবশ্যই থাকতে হবে।নেট কানেকশন না থাকলে হবে না। কারন আপনি যখন সফটওয়ারটি ইন্টল দিবেন। তখন আপনার মডেল অনুযায়ী সফটওয়ার চলে আসবে। সে গুলো একটা একটা ডাউনলোড করুন। করার পর ইন্টল করুন। এখন মনের মত এইচ ডি মোভি দেখুন কেমন।
টেকটিউনসের কিছু নিয়ম নীতির কারনে আপনাকে সরাসরি ডাউনলোড লিঙ্ক দিতে পারি না।কারন গুগল সর্ট কাড আর এল গ্রহন যোগ্য নয়।তাই আপনাদের সরাসরি ডাউনলোড লিঙ্ক দিতে ব্যর্থ।কিছু মনে করবেন না।আপনি সাইটে ডুকে ডাউনলোড করতে পারবেন।কোন সমস্যা হবে না।সমস্যা হলে টিউমেন্ট করবেন।সমাধান করে দিব। আমার সাইটে ডুকলে হয়তো আপনার অজানা কে জানতে পারেন।আর আপনাদের কোন বিষয়ে জানার আগ্রহ হলে জানাবেন।পারলে আমি তুলে ধরব।আমার সাইটে এবং টেকটিউনসে।
টেকটিউনসে কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দখবেন।সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী টেকটিউনস দেখার আমন্ত্রন রইল।আল্লাহ হাফেজ। সবাই সুস্থ ও সুন্দর থাকুন এই কামনায়।বিদায়।
সব গুলো ডাউনলোড দিয়ে ইন্টল করে নিবেন। ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হল।
ডাউনলোড লিঙ্ক DOWNLOAD । ধন্যবাদ।
আমি মোঃ জুলহাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।