নিয়ে নিন আপনার পিসির অতি প্রয়োজনিও 13 টি সফটওয়্যার।। আমার পিসি থেকে বাছাই করা এবং আমার পছন্দের শীর্ষে থাকা সেরা কিছু সফটওয়্যার [পর্ব 9] দেখে নিন আজকের কালেকশন, আশা করি আপনাদের সবার অবশ্যই ভালো লাগবে

>>>>>>>>>>>>>>বিসমিল্লাহির রাহমানির রাহিম<<<<<<<<<<<<<

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আবারো কিছু গুরুত্বপূর্ণ  সফটওয়্যার নিয়ে হাজির হলাম। আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভাল কিছু শেয়ার করার জন্য আজও তার বাতিক্রম না। যাই হোক আজ আপনাদের জন্য আমার পছন্দের  কয়টি সফটওয়্যার নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দেখে নেই কি কি থাকছে আজকের এই পর্বে শুধুমাত্র আপনাদের জন্য।।

 

Poster design software

অসাধারণ একটি কভার ডিজাইন সফটওয়্যার এটি। আপনারা এটা ব্যবহার করে ফেসবুকের কভার ফটো বানাতে পারবেন, যেকোনো বই এর কভার ফটো বানাতে পারবেন।।

সফটওয়্যার সাইজ  : 20.4 MB

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

বাবহারবিধি youtube এ দেখতে এখানে ক্লিক করেন 

Homepage

USB Disk Security

এই সফটওয়্যারটি ব্যবহার করে  ভুলে যান পেন ড্রাইভ থেকে ছড়ানো ভাইরাস এর ইতিহাস। কারন এই সফটওয়্যারটি আপনাকে পেন ড্রাইভ ভাইরাস হতে প্রায় 100% সুরক্ষিত রাখবে

সফটওয়্যার সাইজ  :  কেবি / এমবি

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Homepage

Dolphin sfx Screensaver

নিয়ে নিন আপনার পিসির জন্য ডলফিন মাছ। এগুলো আপনি আপনার Screen Svaer হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি ইচ্ছে করলে ডলফিনের সংখ্যা বারাতে পারবেন

সফটওয়্যার সাইজ  : 8.1 MB

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Homepage

PDF to Word Doc Converter

যেকোনো পিডিএফ ফাইলকে সরাসরি ডকুমেন্ট হিসেবে Converter করে নিতে পারবেন এই সফটওয়্যারটি ব্যবহার করে। তারপর আপনার পছন্দমত পিডিএফ ফাইলটি গুছিয়ে নিতে পারেন। ডকুমেন্ট থেকে ওয়ার্ড কপি করতে পারবেন।।

সফটওয়্যার সাইজ  : 1.1 Mb

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Homepage

Folder marker

আপনার পিসির ফোল্ডারগুলোকে রাঙ্গিয়ে নিতে পারেন এই ছোট্ট সফটওয়্যারটি ব্যবহার করে।।

Folder Marker's main window

সফটওয়্যার সাইজ  : 4.3 MB

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Folder Nuker

বিভিন্ন কারনে আমাদের পিসিতে খালি ফোল্ডার তৈরি হয়। বিশেষ করে কোন এপ্লিকেশন ইন্সটল ও আন-ইন্সটলের কারণে এই খালি ফোল্ডারগুলো তৈরি হয় বেশি। এসব খুঁজে খুঁজে ডিলেট করা বেশ বিরক্তিকর। Empty Folder Nuker ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার পিসি থেকে খালি ফোল্ডার গুলিকে বিদায় করে দিতে পারেন। এটা পোর্টেবল তাই ইন্সটল করার ঝামেলা নেই

সফটওয়্যার সাইজ  : 340 KB

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Cursor Hider

ধরুন আপনি রুম থেকে বের হয়ে কোথাও গেলেন এমন অবস্থায় আপনি আপনার পিসিতে কিছু ডাউনলোড চলতেছে। আপনি এখন আপনার পিসি অফ করতেও পারবেন না। কিন্তু আপনি আপনার মাউস পয়েন্টার লুকিয়ে ফেলতে পারেন এই সফটওয়্যারটি ব্যবহার করে।। তাতে আপনার পিসি আপনার বন্ধুর হাত থেকে অন্তত রক্ষা পাবে

সফটওয়্যার সাইজ  : 478 KB

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Homepage

APP LOCKER

মোবাইলের প্রোগ্রাম তো অনেক লক করলেন এবার কম্পিউটারের প্রোগ্রাম লক করুন।। এর সফটওয়্যারটির সাহায্যে আপনি কম্পিটারের যেকোন প্রোগ্রাম লক করে দিতে পারেন।

সফটওয়্যার সাইজ  :  712 KB

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Unlocker

আপনার কি পিসিতে কোন  ফাইল বা ফোল্ডারটি ডিলেট হচ্ছে না, প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল দিন তারপর জে ফাইলটি ডিলিট হচ্ছেনা তার উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করুন এবং তা আনলক করুন। তারপর সহজেই ডিলিট করতে পারবেন

example1.png

সফটওয়্যার সাইজ  : 238 KB

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Picasa

Windows Pic viewer এর চেয়ে অনেক ভাল মানের ফটো ভিউয়ার এটি। এটা গুগল মামার অবদান। এটা ব্যবহার করে  আপনি আপনার সমস্ত কম্পিউটারের পিকচার এর ভিতরে একসাথে দেখতে পাবেন । এটার editor দিয়ে ছবি crop,resize,add text,effects সহ আরো অনেক কিছু করতে পারবেন। এটার সাথে অনেকেই পরিচিত আমি আপ্নারদের সাথে আপডেট ভার্সনটি শেয়ার করছি। লাগলে ঝটপট ডাউনলোড করে নিন।।

সফটওয়্যার সাইজ  : 13.0 MB

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

PicPick

অসাধারণ একটি Screen Capture টুল। আমার দেখা সবচেয়ে ভাল Screen Capture সফটওয়্যার এটি। এটার নিজস্ব এডিটর আছে যা দিয়ে আপনি পছন্দমত এডিট করে নিতে পারবেন, আপনার ইচ্ছামত বক্স টেনে, আপনার পছন্দমত মাউস ড্রাগ করে Screen Capture করতে পারবেন ভিডিও Tutorial বানাতে পারবেন।  আরো আছে- ইফেক্ট, অপাসিটি, ব্লুর, সারপেন, ব্রাউটনেস, কনট্রাস্ট, হিউয়ি, স্টারেশন, ফ্লিপ, রোরেট ইত্যাদি মানে  All in one  সফটওয়্যার।

সফটওয়্যার সাইজ  :   12.5 MB

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Homepage

Craagle 

Craagle একটি সার্চ ইঞ্জিন যার সাহায্যে আপনি যেকোন সফটওয়্যারের সিরিয়াল বা ক্র্যা-ক খুজে বাহির করতে পারবেন। Craagle একটি মেটা সার্চ ইঞ্জিন। যে কোন সিরিয়ালের জন্য নাম লিখে সার্চ দিন মূহুর্তেই পেয়ে যাবেন আপনার  কাঙ্খিত ক্র্যা-ক বা সিরিয়াল

সফটওয়্যার সাইজ  :  446.2 Kb

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Same of these categories

  আপনার পিসির অতি প্রয়োজনিও ৭ টি সফটওয়্যার।। আমার পিসি থেকে বাছাই করা এবং আমার পছন্দের শীর্ষে থাকা সেরা কিছু সফটওয়্যার [ পর্ব ৮ ] View

 আপনার পিসির অতি প্রয়োজনিও ৬ টি সফটওয়্যার।। আমার পিসি থেকে বাছাই করা এবং আমার পছন্দের শীর্ষে থাকা সেরা কিছু সফটওয়্যার [ পর্ব ৭ ] View

 আপনার পিসির জন্য অতি প্রয়োজনিও ১২ টি সফটওয়্যার।। আমার পিসি থেকে আপনাদের প্রয়োজনের কথা ভেবে বাছাই করা সেরা কিছু সফটওয়্যার[পর্ব ৬] View 

আপনার পিসির অতি প্রয়োজনিও ১৩ টি সফটওয়্যার।। আমার পিসি থেকে বাছাই করা এবং আমার পছন্দের শীর্ষে থাকা সেরা কিছু সফটওয়্যার [ পর্ব ৫ ] View

আপনার পিসির প্রয়জনিও সফটওয়্যার এর সমাহার [পর্ব ৪] আজ নিয়ে নিন পিসির অতি প্রয়জনিও ৫ টি সফটওয়্যার। দেখুন কি থাকছে আজ আপনাদের জন্য View 

আপনার পিসির জন্য নিয়ে এলাম ১২ টি প্রয়োজনীয় সফটওয়্যার [পর্ব ৩] আমার বাছাই করা সেরা কিছু ছোটো ছোটো সফটওয়্যার যা আপনার কাজকে করে দেবে আরও সহজ  View

আপনার পিসির প্রয়জনিও সফটওয়্যার এর সমাহার [পর্ব ১] আজকের কালেকশন ফানি সফটওয়্যার Download করে নিন এবং আপনার পিছি কে বানিয়ে ফেলুন পশুপাখি ও মশা মাছি ও তেলাপোকার আড্ডাখানা পুরাই amazon এর জঙ্গল View

আপনার পিসির জন্য ডাউনলোড করে নিন দের ডজন+ ১৯ টি পোর্টেবল সফটওয়্যার।। আপনার প্রয়োজনীয় সকল সফটওয়ারের পোর্টেবল ভার্সন।  View 

 

ফেইসবুকে আমার সব টিউনস পেতে  Online Solution Zone  পেইজে অ্যাক্টিভ থাকুন

পিসির জন্য আগের গুরুত্বপূর্ণ টিউনগুলি যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন।।

অ্যান্ড্রয়েড এর জন্য আগের গুরুত্বপূর্ণ টিউনগুলি যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন।।

কিছু বলার ছিল আপনাদের

এই টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে বা টিউনটি আপনাদের কাছে কেমন লাগলো তা টিউমেণ্টে জানাতে ভুলবেন না কিন্তু।। আমি আপনাদের টিউমেণ্টের অপেক্ষায় থাকলাম

আপনাদের যেকোনো মতামত আমাকে ভাল মানের টিউন করতে উৎসাহিত করবে।। এই টিউনটিতে যদি কোনো ভুল  থাকে বা লিংকে কোন রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই তা ঠিক করে দেয়া হবে।।

আর একটি কথা "কপি পেস্ট বর্জন করুন কারন কপি পেস্ট আপনাকে কোনদিন একজন ভাল মানের টিউনার এর মর্যাদা দেবে না"

সবাই টিটি পরিবারের সাথেই থাকবেন।। সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আমার টিউনটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউনে। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।।

টেকটিউনসে আমার সব টিউন দেখতে এখানে ক্লিক করেন।

Level 0

আমি Rabby Khan। Accounts Executive, Akasbari Holidays, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

""I want to lead a simple & happy life......That`s it""


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Craggle দেখে সত্যিই স্মৃতিকাতর হয়ে পড়লাম…..কত হাহাকার, কী করে বলি সব! 😉

Nuker-টা মনে হয় ভালই কাজে দিয়েছে…..টিউনের জন্য তরতাজা ধইন্যা 🙂

Thanks for your nice tiument…@nitol

nice

Thanks for your comment

Level 2

বরাবরের মত আজকের টিউনটাও জোস হয়েছে, অসাধারন সব সফটয়্যার। কোন ছেড়ে কোন নিই।

Apnar sundor tumment er jonno osokkho dhonnobad mahmudkoli vai.. sathei thakben asa kori

ভাল লাগল। শেয়ার করার জন্য ধন্যবাদ।