নিয়ে নিন আপনার পিসির অতি প্রয়োজনিও ৭ টি সফটওয়্যার।। আমার পিসি থেকে বাছাই করা এবং আমার পছন্দের শীর্ষে থাকা সেরা কিছু সফটওয়্যার [ পর্ব ৮ ] দেখে নিন আজকের কালেকশন, আশা করি আপনাদের সবার অবশ্যই ভালো লাগবে [ A unique collection for windows ]

>>>>>>>>>>>>>>বিসমিল্লাহির রাহমানির রাহিম<<<<<<<<<<<<<<<

কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে  ভালোই আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতই আজ আপনাদের সামনে হাজির হলাম কিছু প্রয়োজনীয় উইন্ডোজ এর  সফটওয়্যার নিয়ে।। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব আমার পছন্দের শীর্ষে থাকা কিছু উইন্ডোজ সফটওয়্যারের এর সাথে যা আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো দেখে নিন আজকের এই পর্বে কি কি উপহার দিচ্ছি আপনাদের।।

আমি আপনাদের সব Letest Verson শেয়ার করছি যাদের কাছে এগুলো আছে তারা এখান থেকে ফুল ভার্সন ডাউনলোড করে নিতে পারেন

Pictomio

আপনার পিসিতে থাকা সকল ছবি বা ভিডিও 3D স্টাইলে ব্রাউস করতে চাইলে এই সফটওয়্যারটির কোন জুরি নেই। ভিডিও ও ছবি ব্রাউস করার স্বাদের পরিবর্তন আনতে চাইলে নীচ থেকে এখুনি ডাউনলোড করে নিন ঝটপট

 সফটওয়্যার সাইজ  : 10 এমবি

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

 Licence key 

HOMEPAGE 

 

Photo Scissors

যারা ফটোশপে কাজ করতে পছন্দ করেন না তারা এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার যেকোনো ছবির Background পরিবর্তন করে ফেলতে পারেন খুব সহজেই।

Automatic background removing

সফটওয়্যার সাইজ  : 9  এমবি

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

HOMEPAGE 

 

Desktop Icon Toy

আপনার পিসির আইকনগুলকে একটু  ইউনিক ভাবে সাজিয়ে ফেলতে পারেন এই ছোট্ট সফটওয়্যারটি ব্যবহার করে।  এটা ইন্সটল করার পর আপনি যেকোনো আইকনের কাছে মাউস নিলেই আইকনটি একটু নড়ে উঠবে মানে Animation হবে

সফটওয়্যার সাইজ  : 778  কেবি / 1.6 এমবি

৩২ বিটের জন্য ডাউনলোড করুন এখান থেকে

৬৪ বিটের জন্য ডাউনলোড করুন এখান থেকে

HOMEPAGE 

 

Wise Registry Cleaner

আপনার পিসিতে বার বার সফটওয়্যার ইন্সটল দেবার কারনে অনেক Registry ফাইল জমে আপনার পিসি স্লো হয়ে পরে। এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি সহজেই সব ক্লিন করে আপনার পিসিকে আরেকটু গতিশীল করে তুলতে পারেন

সফটওয়্যার সাইজ  : 2.52   কেবি 

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

HOMEPAGE 

 

WebInpaint

আপনার ছবি থেকে অপ্রয়োজনীয় সব কিছু মুছে ফেলতে ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটি। এটা খুব সহজেই ব্যবহার করা যায়। মাত্র ১ মিনিটেই আপনার ছবি থেকে সব দাগ মুছে ফেলতে পারবেন

Repair old photos

সফটওয়্যার সাইজ  : 8.9 এমবি

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

HOMEPAGE 

 

Duplicate Cleaner

আপনার পিসিতে আপনার অজান্তে থাকা Duplicate ফাইলগুলো ডিলেট করতে নিয়ে নিন এই সফটওয়্যারটি।। মাত্র কয়েক মিনিটেই পিসি থেকে দূর করুন অকেজো সব ডাবল ফাইল

সফটওয়্যার সাইজ  : 5.2  কেবি

HOMEPAGE 

 

image to icon

আপনার পছন্দের ছবি থেকে আইকন বানিয়ে ফেলতে পারেন এটা ব্যবহার করে খুব সহজেই।  আপনার ছবিকে ড্রাগ করে এটা ওপেন করে এই Window তে ছেরে দিলেই আইকন হয়ে যাবে

Pic to Icon Converter

সফটওয়্যার সাইজ  : 1.5 এমবি

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

HOMEPAGE 

ফেইসবুকে আমার সব টিউনস পেতে  Online Solution Zone  পেইজে অ্যাক্টিভ থাকুন

পিসির জন্য আগের গুরুত্বপূর্ণ টিউনগুলি যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন।।

অ্যান্ড্রয়েড এর জন্য আগের গুরুত্বপূর্ণ টিউনগুলি যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন।। 

কিছু বলার ছিল আপনাদের

এই টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে বা টিউনটি আপনাদের কাছে কেমন লাগলো তা টিউমেণ্টে জানাতে ভুলবেন না কিন্তু।। আমি আপনাদের টিউমেণ্টের অপেক্ষায় থাকলাম

আপনাদের যেকোনো মতামত আমাকে ভাল মানের টিউন করতে উৎসাহিত করবে।। এই টিউনটিতে যদি কোনো ভুল  থাকে বা লিংকে কোন রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই তা ঠিক করে দেয়া হবে।।

আর একটি কথা "কপি পেস্ট বর্জন করুন কারন কপি পেস্ট আপনাকে কোনদিন একজন ভাল মানের টিউনার এর মর্যাদা দেবে না"

সবাই টিটি পরিবারের সাথেই থাকবেন।। সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আমার টিউনটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউনে। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।।

টেকটিউনসে আমার সব টিউন দেখতে এখানে ক্লিক করেন।

Level 0

আমি Rabby Khan। Accounts Executive, Akasbari Holidays, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

""I want to lead a simple & happy life......That`s it""


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস