আপনার কি কোন ট্রায়েল সফটওয়্যার আছে ? তাহলে এবার যেকোনো ট্রায়াল ভার্সন সফটওয়্যার কে আজীবনের মেয়াদ করে নিন। কোন প্রকার ঝামেলা ছাড়াই।

বিসমিল্লাহির রাহিম।

আসসালামু আলাইকুম, ক্যামন আছেন সবাই ? আশা করি ভাল আছেন,  আর আমার কথা আজ থাক আসল কথাই জাওয়া যাক।

আজ আমি আপনাদের কে দেখাব কি করে আপনি আপনার যেকোনো প্রিয় ট্রায়েল সফটওয়্যার কে আজীবনের জন্য মেয়াদ বাড়িয়ে নিবেন।

 

তাহলে চলুন আর দেরি না করে দেখা যাক কি করে করবেনঃ

 

প্রথমে এখান থেকে এই ছোট্ট এপটি নামিয়ে নিনঃ 

Time Stopper.exe

download

তারপর ইন্সটল করে ওপেন করুন তখন নিচের ছবির মত আসবে।

এবার "Browse" লেখা বাটনে ক্লিক করুন, নিচের ফটোর মতো।

এবার "Choose the new date" লেকার ওখানে আপনার মতো করে আগামী কালের তারিখ দিন।

  • তারপর "Enter a name for create desktop icon" বক্সে সফটওয়্যারটির নাম লিখুন।

 

লেখা হলে "Create Desktop Short-Cut" বাটনে ক্লিক করুন।

 

ব্যাস কাজ শেষ, আপনার পিসির ডেস্কটপে একটি শর্ট কাট তৈরি হবে, ওই শর্ট কাট থেকে সফটওয়্যার টি ওপেন করবেন, তাহলে ট্রায়েল সফটওয়্যার গুলা আজীবন চালান বিনামূল্য।

 

এরকম দারুন সফটওয়্যার পেতে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ 

লাইফ ইজ টেকনোলজি

facebook

 

 

নিচে আরও অনেক টিউনের লিংক দেয়া হল, দেখে নিবেন যদি কোন কাজে লাগেঃ

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার Ace Translator টা ট্রায়াল ভার্সন হয়েগিয়েছিল। কিন্তু আপনার এই সফটওয়্যার দিয়ে তো কোন কাজ হল না। দয়া করে সমাধান দিবেন।

আমি আপনার কথায় আরেকবার ট্রাই করলাম বাট হচ্ছে না। আর এটাতো এক্কেবারে ইজি। ঠিকঠাক না হওয়ার তো কারন দেখি না। যদি একটু ডিপলি হেল্প করতেন ভাল হতো। মাই স্কাইপি nazrul112

    ভাই আপনি ট্রায়েলের সময় শেষ হওয়ার পর করতেছেন ?

ভাই আমি Apps টা download korte parteci na
Help me
Give me Soft Link My Email Id- [email protected]