আপনার পিসি কি অন হতে বেশি সময় নেয় ?? অন হবার সময় মাউস কার্সর ১ মিনিট ধরে ঘুরতে থাকে ?? তাহলে এদিকে আসুন একটু বুদ্ধি খাটিয়ে পিসিকে তারাতারি অন করুন।।

————————–—বিসমিল্লাহির রাহমানির রাহিম————————–—

আসসালামু আলাইকুম।  কেমন আছেন সবাই ?? ভাল আছেন তো অবশ্যই। আজ আপনাদের জন্য ছোট্ট একটা টিপস নিয়ে হাজির হলাম।।আমাদের অনেকের পিসিই অন হবার পর অনেক বেশি সময় নেয় । এটা মুলত আপনার উইন্ডোজ এ বেশি প্রোগ্রাম ইন্সটল করার  জন্য হতে পারে। তাহলে কি আপনি সফটওয়্যারগুলো আনইন্সটল করে দিবেন ?? অবশ্যই না। সাধারনত আমারা যখন পিসি অন করি তখন আমাদের পিসিতে থাকা যত সফটওয়্যার আছে সেগুলো আপনার জন্য ব্যবহার উপযোগী করে তোলা হয় মানে সব সফটওয়্যার গুলি আপনার উইন্ডোজ অন করার পর চালু হয়। এই কারনে আপনার পিসি অন করার পর দেখা যায় যে মাউস কার্সর ঘুরছে তো ঘুরছেই।

এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনার করনিয়

প্রথমে আপনার ডেক্সটপ থেকে

Windows key + R চেপে ধরুন

তাহলে নীচের মত একটা ট্যাব ওপেন হবে।।

এবার এই ট্যাব এ টাইপ করুন

msconfig 

তারপর ওকে করুন তাহলে নীচের মত আরেকটা ট্যাব ওপেন হবে 

এবার আপনি এখান থেকে Startup এ ক্লিক করেন তাহলে নীচের মত দেখাবে

এবার আপনার অপ্রয়জনিও সব সফটওয়ারের উপর থেকে টিক উঠিয়ে দিন তারপর ওকে করে দিন তাহলে নীচের মত একটা ট্যাব দেখতে পাবেন। 

এবার  Restart এ ক্লিক করে আপনার পিসিকে Restart দিয়ে দিন দেখবেন আপনার পিসি আগের চেয়ে তারাতারি ওপেন হবে 

আগের কিছু জনপ্রিয় টিউন

Android ফোনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার কালেকশন। [পর্ব 11] আজ নিয়ে নিন আপনার প্রিয় Android ফোনের জন্য সেরা 20 টি সফটওয়্যার [ Top 20 ]

দোকানে ঔষধ কিনতে গিয়ে ঠকার আগে নিয়ে নিন আপনার Android ডিভাইসের জন্য ৬০০ কেবি খরচ করে এই সফটওয়্যারটি। এটি ব্যবহার করে আপনি বাংলাদেশের 33,000+ ঔষধের খোঁজখবর নিতে পারবেন।।

এবার অ্যান্ড্রয়েড এ ফাইল Transfer করুন 40 MBPS Spreed এ। আর কতকাল Shareit এর ৩ MBPS Spreed নিয়ে সন্তুষ্ট থাকবেন। দৃষ্টিভঙ্গি বদলান ভাই

নিয়ে নিন আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য দরকারি কিছু অ্যাপ। আজকের পর্ব Sexual Health শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য [১৮+ টিউন]

 

পিসির জন্য আগের গুরুত্বপূর্ণ টিউনগুলি যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন।।

অ্যান্ড্রয়েড এর জন্য আগের গুরুত্বপূর্ণ টিউনগুলি যারা মিস করছেন তারা এখান থেকে দেখে নিন।।

 

কিছু বলার ছিল আপনাদের

  • এই টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে বা টিউনটি আপনাদের কাছে কেমন লাগলো তা টিউনমেণ্টে জানাতে ভুলবেন না কিন্তু।। আমি আপনাদের টিউনমেণ্টের অপেক্ষায় থাকলাম
  • আপনাদের যেকোনো মতামত আমাকে ভাল মানের টিউন করতে উৎসাহিত করবে।। এই টিউনটিতে যদি কোনো ভুল  থাকে বা লিংকে কোন রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই তা ঠিক করে দেয়া হবে।।
  • আর একটি কথা "কপি পেস্ট বর্জন করুন কারন কপি পেস্ট আপনাকে কোনদিন একজন ভাল মানের টিউনার এর মর্যাদা দেবে না"।
  • সবাই টিটি পরিবারের সাথেই থাকবেন।। সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আমার টিউনটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউনে। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।।
আমাকে ফেইসবুকে খুজে পেতে চাইলে এখানে ক্লিক করেন।
টেকটিউনসে আমার সব টিউন দেখতে এখানে ক্লিক করেন।

Level 0

আমি Rabby Khan। Accounts Executive, Akasbari Holidays, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

""I want to lead a simple & happy life......That`s it""


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Dhonnobad arif vai Techtunes er sathei thakun…