এবার হাজির হলাম সিরাম একটি সফটওয়্যার নিয়ে, যা একের ভিতর সব। এখন থেকে কম্পিউটার, নেট ও গেমের স্পীড বাড়িয়ে নিন একটি সফটওয়্যার দিয়ে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, ক্যামন আছেন আমার সকল ভাই ও বোনেরা। আশা করি আপনার সকলেই ভাল আছেন। আর খারপ থাকলে ও কোন সমস্যা নেই, কারন খারেপের পিছনে ভাল লুকিয়ে আছে। মনে রাখবে জোয়ার ভাটা কখনো বেশী সময় থাকেনা।

যাই হোক অনেক উপেদেশ মেরে ফেললাম, এবার আসল বক্তব্যই যাই, না হলে এডমিন আমারে হাশ দিবে ও সরি বাশ দিবে। তাহলে চলুন এবার আসল কথাই যাই।

  • আজ আমি আপনাদের জন্য যে সফটওয়্যার নিয়ে হাজির হলাম সেই সফটওয়্যারটির নাম হল "Game Booster", নাম পরে অবাক মাথা গরম হওয়ার কিছু নেই, কারন এই সফটওয়্যারটির নাম গেম বুস্টার হলে ও এর কাজ কিন্তু অনেক, চলুন তাহলে আগে এর কর্ম কাণ্ড গুলি জেনে নেই, ব্যবহার এর কথা পরে ভাবা যাবে।
  • এটি অপ্রয়োজনীয় প্রোগ্রাম ও প্রসেস বন্ধ করে কম্পিউটার এর গতি বাড়িয়ে দেয়।
  • যার কারনে নেট স্পীড ও একটু বেশী পেতে সাহায্য করবে, কারন উইন্ডোজের যেসব সার্ভিসের কারনে নেট স্লো করে ফেলে, সেই সব সার্ভিস কে অফ করে দেয়।
  • এর কারনে আপনি পিসি থেকে গেম খেলার সময় সম্পূর্ণ গতি পাবেন।

 

যদি মনে করেন এই সফটওয়্যারটি আপনার প্রয়োজন তাহলে নিচের এই লিংক থেকে নামিয়ে নিনঃ 

GameBoosterSteup.exe

(লিংক ওপেন হওয়ার পর মার্ক করা ওখানে ক্লিক করুন।)

এরকম আরও নতুন নতুন সফটওয়্যার পেতে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ

লাইফ ইজ টেকনোলজি

লাইফ

নিচে আমার টিউন করা কিছু টিউনের লিংক দিয়ে দিলাম, দেখেব নিবেন যদি দরকার পরেঃ 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস