এবার ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে আপনার পিসি এর মউস কীবোর্ড লক করে রাখুন, এখন থেকে কোন কাজ চলন্ত অবস্থাই রেখে গেলে আর কেউ ঝামেলা করতে পারবেনা।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন, আর সবসময় ভালোর দলে থাকেন, সেটাই দোয়া করি। আর আমি ও আছি আপনাদের দোয়াই। যাই হোক এবার আসল কথাই যাই।

অনেক সময় দেখা যাই খুব গুরুত্ব পূর্ণ কাজ করছেন বা কোন মুভি দেখছেন এই সময় কেউ এসে, বা কোন বান্দর পোলা পাইন বাসাই থাকলে কাজের মধ্যে এসে বান্দরি করে কাজে ১২ টা বাজাই দেই, আবার দেখা যাই কিছু কপি করতে রেখে বাইরে চলেগেছেন, এসে দেখলেন কোন ফহিন্নির পুত উল্টা পাল্টে চেপে খেচুরি পাকাই রেখে দেছে, তখন মেজাজ টা কত ডিগ্রি থাকে কন।

এই সব ঝামেলার থেকে বাচার জন্য আজ আমি আপনাদের কাসে নিয়ে আসলাম একটি দুর্দান্ত সফটওয়্যার, যার মাধ্যমে আপনি মাউস এবং কীবোর্ড লক করে রখাতে পারেন, এবার আর কোন ফহিন্নির পুত বা কোন বান্দর খেচুরি পাকাইতে পারবে না। চলুন আর দেরি না করে কি করে করবেন দেখে নেই।

প্রথমে এখান থেকে এই সফটওয়্যার টি নামিয়ে নিনঃ KeyFreeze.rar

  • এই সফটওয়্যারটি জীপ করা আছে, আগে আনজীপ করে নিন। তাঁরপর ইন্সটল দিন।
  • তারপর সফটওয়্যারটি ওপেন করুন লক করার জন্য।
  • এবার লক কীবোর্ড অ্যান্ড মাউস লেখাই ক্লিক করুন।
  • দেখবেন ৫ সেকেন্ড এর পর সব লক হয়ে গেছে।
  • আবার আনলক করার জন্য "Ctrl + Alt + Delete" চাপুন, তারপর "Esc" চাপুন, সাথে সাথে কিবোর্ড এবং মাউস আনলক হয়ে যাবে। 

 

আশা করি বুঝতে পেরেছেন এবং আমার মতো এই সফটওয়্যারটি আপনাদের ও কাজে লাগবে। এরকম আরও সফটওয়্যার বা টিপস পেতে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ 

লাইফ ইজ টেকনোলজি

 

 

নিচে আমার কিছু টিউনের লিংক দিলাম দেখে নিবেন, হয়ত কাজে লাগতে পারেঃ

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, ভাইজান আপনার কমেন্ট পরে আনন্দিত হলাম,
আমার টিউন আপনাদের কাজে আসতেছে, এতেই আলহামদুলিল্লাহ্‌