আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন, আল্লাহর কাছে দোয়া করি সবসময় ভাল থাকেন। এবং আপনাদের দোয়াতে আমি ও ভাল আছি।
ফাইল কপি করা আমাদের দৈনন্দিন কাজ, এমন কেউ নেই যারা ফাইল পেন্ড্রাইভ থেকে পিসি তে বা পিসি তে পেন্ড্রাইভে বা অন্য কিছু তে কপি করেন না, এবং এই কপিকে ফাস্ট করার জন্য আমরা কি না করে থাকি। এবং এর জন্য অনেক কপি সফটওয়্যার ও বের হয়েছে, যেমনঃ সুপার কপিয়ার, ফাস্ট কপিয়ার, টেরা কপি, এক্সট্রিম কপি ইত্যাদি।
কিন্তু এই সব থেকেও অনেকটা কাজের এবং ভাল বলতে পারেন "আলট্রা কপিয়ার" কে। কারন এটার রয়েছে, দাবন শিফট ইঞ্জিন, যা দ্রুত ফাইল কপি করতে সাহায্য করবে। আর এর বিশেষ গুন হল আপনি অন্যান্য কপিয়ারে যে সুবিধা পাবেন ওই সব সুবিধা সহ আরও অনেক সুবিধা পাবেন এই সফটওয়্যারে।
আমার কথায় না বিশ্বাস করে নিজেরাই ব্যবহার করে দেখুন।
৩২ বিট এর জন্য এই লিংকঃ Ultra Copier 32 bit
৬৪ বিট এর জন্য এই লিংকঃ Ultra Copier 64 bit
এরকম আরও নতুন সফটওয়্যার পেতে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Not bad