আসসালামু আলাইকুম, সবাই শুভসকাল জানিয়ে শুরু করছি আজকের টিউন, ক্যামন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভাল আচ্ছে আল্লাহর রহমতে, এবং আপনাদের দোয়াই।
উপরের ফটোটা ভাল করে দেখুন, ক্লোজ, মিনিমাইজ, রেস্টর ডাউন ছারা আরও চারটি অফশন দেখা যাচ্ছে, এই চারটার আলাদা আলাদা কাজ রয়েছে।
১ নাম্বারের যেটা দেয়া আছে সেটার নাম হল ট্রান্সপারেন্টঃ আপনার উইন্ডো কে সেমি ট্রান্সপারেন্ট বানান যাবে, যার কারনে আপনি পেছনের ফাইল গুলা দেখতে পারবেন।
২ নাম্বারের যেটা দেয়া আছে সেতার নাম হল অন টপঃ এটা ক্লিক করার দ্বারা আপনার যে কোন ফাইলের উইন্ডোটি মিউজিক প্লেয়ার এর মতো উপড়ে রাখতে পারবেন।
৩ রোল আপঃ আপনার উইন্ডো টি কে টাইটেল বারে রোল করতে পারবেন, যেটা আপনার মিনিমাইজ না করে উইন্ডো কে শর্ট করে ফেলতে পারবেন।
৪. ট্রে তে মিনিমাইজঃ আপনার যে কোন উইন্ডো কে ট্রে তে মিনিমাইজ করে রাখতে পারবেন।
আশা করি 4t tray minimize এর কাজ বুঝতে পেরেছেন। যদি মনে করেন এই সফটওয়্যারটি আপনার দরকার তাহলে নিচের এইলিংক থেকে নামিয়ে নিন।
এরকম আরও আকর্ষণীও জিনিষ পেতে এই লিংকে একটিভ থাকুনঃ লাইফ ইজ টেকনোলজি
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের জিনিস দিলেন । ধন্যবাদ ।