আসসালামু আলাইকুম, ক্যামন আছেন সবাই ? আসা করি ভালই আছেন। আমি ও আপনাদের দোয়াতে ভাল আছি.
আজ আমি আপনাদের কে দেখাব কি করে, আপনার পিসি এর সমস্ত টেম্পোরারি ফাইল এক ক্লিক করে ডিলিট করে দিবেন। যে সমস্ত ফাইলের কারনে আপনার পিসির "সি ড্রাইভ" ভরে যাই এবং এর কারনে আপনার উইন্ডোজ স্লো হয়ে যাই। তাহলে চলুন আর সময় নষ্ট না করে এবার দেখা যাক কি করে করবেন।
নামান হয়ে গেলে এবার ফাইলটি ওপেন করুন, ইন্সটল করার লাগবে না, এবার আপনাকে সাথে সাথে যে সমস্ত ফোল্ডারে টেম্পোরারি ফাইল ছিল, ওই সমস্ত ফোল্ডার গুলি ওপেন হয়ে যাবে। বলে রাখি যদি কোন ফোল্ডার থেকে কনফার্ম চাই, তাহলে কনফার্ম দিবেন।
এবার "Ctrl+A" চেপে সব মার্ক করু, তারপর "Shift+Delete" চাপুন। এরকম করে সব ফোল্ডার থেকে ফাইল গুলা ডিলিট করে ফেলুন। এবার পিসি কে "restart" দিন। তারপর দেখুন, আপনার পিসি আগের থেকে কত ফাস্ট কাজ করছে।
যখনি আপনার পিসি স্লো হয়ে যাবে, তখনি এরকম করে ফাইল ডিলিট করে ফেলবেন।
আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর কোন সমস্যা হবে না।
আর একটা কথা যদি আপনার এমন আরও দরকারি সফটওয়্যার পেতে চান তাহলে এই লিংকে একটিভ থাকুনঃ লাইফ ইজ টেকনোলজি
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।