এবার আপনার পিসি থেকে ব্রাউস করুন ২২ টি ওয়েবসাইট একদম ফ্রী !!! গ্রামীনফোন এবং রবি সিম ব্যবহারকারিরা আপনার ফায়ারফক্স ব্রাউজার থেকে [ Just simple Trick ]

————————–—বিসমিল্লাহির রাহমানির রাহিম————————–—

আসসালামু আলাইকুম।  কেমন আছেন সবাই ?? আমি আল্লাহর রহমতে অনেক ভাল আছি।। আমি আজ আপনাদের সাথে যেই ট্রিক টা শেয়ার করবো সেটা ইতোমধ্যে অনেকে জানেন বা ব্যবহার ও করেন।। আমি এই ট্রিক আপনাদের সাথে আবারো শেয়ার করার কারন হল আগে এই সিস্টেমটা শুধুমাত্র রবি সিম এ ছিল তাই হয়ত সবাই ব্যবহার করতে পারেন নি।। এখন এটা জিপি এবং রবি সিম এ ব্যবহার করা যায় বলে আশা করি সবাই কম বেশি ব্যবহার করতে পারবেন।।
এটা শুধুমাত্র আপনার ফায়ারফক্স ব্রাউজার থেকে ব্যবহার করতে হবে।।

দেখে নিন কি কি পরিসেবা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।।

 

    • Facebook - বিনামোল্ল্যে ডেটা
      বন্ধু এবং পরিবারের সাথে যোগাযোগ করুন
    • AccuWeather
    • আপডেট করা আবহাওয়ার তথ্য পান
    • Ask.com
      তথ্য খুঁজুন
    • BabyCenter & MAMA
      গর্ভাবস্থা এবং সন্তানের দেখাশোনার সম্পর্কে জানুন
    • BD Jobs
      চাকুরী খুঁজুন
    • bdnews24.com
      স্থানীয় সংবাদ পড়ুন
    • Bikroy.com
      পণ্য ও সেবা কিনুন বা বিক্রি করুন
    • Bing
      তথ্য অনুসন্ধান করুন
    • CriticaLink
    • জরুরী অবস্থায় সাহায্য পান
    • ESPN Cricinfo
      ক্রিকেট আপডেট পান
    • Facts for Life
      স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত তথ্য অনুসন্ধান
    • Girl Effect powered by BRAC
      মেয়েদের সম্পর্কিত নিবন্ধ এবং টিপস পড়ুন
    • Healthprior 21
      অনলাইন ডাক্তার সাথে যোগাযোগ করুন
    • Maya
      নারী স্বাস্থ্য সম্পর্কে জানুন
    • Messenger
      বন্ধু এবং পরিবারের নিকট বার্তা পাঠান
    • Prothom Alo
      স্থানীয় সংবাদ পড়ুন
    • Socialblood
      রক্ত দান করতে নিবন্ধন করুন
    • Wattpad
    • বই এবং গল্পগুলি পড়ুন
    • Wikipedia
      তথ্য খুঁজুন
    • Your Money
      যখনই আপনার প্রয়োজন তখনই টাকা পান!
    • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
      আইসিটি ও উন্নয়ন সম্পর্কিত তথ্য
    • শিক্ষক
      শিক্ষা সম্পর্কিত তথ্য

 

এবার আপনি যদি ফ্রী ব্যবহার করতে চান তাহলে আপনাকে যা যা করতে হবে।।

প্রথমে  মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন।এবার Firefox address বারে লিখুন about:config  তারপর  enter বাটন চাপুন

এবার  I’ll be careful, I promise এ ক্লিক করুন নিচের স্ক্রীনশট দেখুন

এবার আপনার মাউসের রাইট বাটন এ  ক্লিক করে new এ ক্লিক করেন তারপর  string এ  ক্লিক করেন

এবার নীচের মত  New string Value নামে একটা  বক্স ওপেন হবে

এবার এই বক্স এ নীচ থেকে লেখাটি কপি করে পেস্ট করে ওকে করেন

general.useragent.override

এবার Enter string Value নামে আরেকটি বক্স আসবে নীচের মত

এবার নীচ থেকে টেক্সট ফাইলটি ডাউনলোড করেন

ডাউনলোড করতে  "Create Download Link" এ ক্লিক করুন

এবার জিপ ফাইল থেকে টেক্সট টি কপি করে ওই বক্স এ পেস্ট করে ওকে করেন।।

এইতো আপনি পেরে গেছেন এবার আপনি

0.Internet.org  বা Internet.org তে প্রবেশ করতে পারেন সম্পূর্ণ ফ্রী

দেখে নিন আমার ব্রাউজার এ  Internet.org এর কিছু চিত্র

 

কিছু বলার ছিল আপনাদের

  • এই টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে বা টিউনটি আপনাদের কাছে কেমন লাগলো তা টিউনমেণ্টে জানাতে ভুলবেন না কিন্তু।। আমি আপনাদের টিউনমেণ্টের অপেক্ষায় থাকলাম
  • আপনাদের যেকোনো মতামত আমাকে ভাল মানের টিউন করতে উৎসাহিত করবে।। এই টিউনটিতে যদি কোনো ভুল  থাকে বা লিংকে কোন রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই তা ঠিক করে দেয়া হবে।।
  • আর একটি কথা "কপি পেস্ট বর্জন করুন কারন কপি পেস্ট আপনাকে কোনদিন একজন ভাল মানের টিউনার এর মর্যাদা দেবে না"
  • সবাই টিটি পরিবারের সাথেই থাকবেন।। সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আমার টিউনটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউনে। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।।
আমাকে ফেইসবুকে খুজে পেতে চাইলে এখানে ক্লিক করেন।
টেকটিউনসে আমার সব টিউন দেখতে এখানে ক্লিক করেন।

আপনার জন্য আরও কিছু টিউন

  1. নিয়ে নিন আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য বেস্ট ব্রাউজারটি। যা আপনাকে অপেরা ইউসি এবং অনন্য ব্রাউজার থেকে মুখ ফিরিয়ে আনতে সক্ষম। 
  2. নিয়ে এলাম আপনার প্রিয় পিসির জন্য ১২ টি প্রয়োজনীয় সফটওয়্যার [পর্ব ৩] আমার বাছাই করা সেরা কিছু ছোটো ছোটো সফটওয়্যার যা আপনার কাজকে করে দেবে আরও সহজ।। [ A unique collection for windows]
  3. নিয়ে নিন আপনার Android ফোনের জন্য সেরা ১০ টি অ্যাপ।। দেখে নিন আজকের এই ইউনিক কালেকশন। আর খুজে নিন প্রয়জনিও অ্যাপ।। আপনার এই পর্বটি মিস করলে আপনি অনেক কিছুই মিস করবেন। অনলি ফর ইউ BIG Hunting [পর্ব ৮]
  4. আপনার স্মার্টফোন আনলকে হয়ে উঠুন আরও স্মার্ট। আর কত Pattern ব্যবহার করবেন এবার আপনার Face দিয়ে আনলক করুন আপনার ফোন। মানে আপনার মুখের সামনে ধরলেই ফোন খুলে যাবে। বেস্ট অ্যাপ ফর ইউর মোবাইল। রুট টুট কিচ্ছু লাগবে না
  5. Android ব্যবহারকারিরা নিয়ে নিন বাছাই করা ৭ টি সফটওয়্যার। যা আপনার ফোনকে করে তুলবে আরও স্মার্ট আরও আকর্ষণীও [পর্ব ৭] Top seven apps for your Android Device
  6. Android বাবহারকারিরা নিয়ে নিন আপনার ফোনের জন্য বেস্ট Launcer টি। আজেবাজে Launcer এর দিন শেষ। আমি নিশ্চিত হয়ে বলতে পারি এর ফিচারগুলি দেখলে আপনি অন্য Launcer ব্যবহার ছেরে দেবেন।।
  7. এবার অ্যান্ড্রয়েড এ ফাইল Transfer করুন 40 MBPS Spreed এ। আর কতকাল Shareit এর ৩ MBPS Spreed নিয়ে সন্তুষ্ট থাকবেন। দৃষ্টিভঙ্গি বদলান ভাই
  8. আপনার প্রিয় Android ফোনটির জন্য নিয়ে নিন একঝুরি প্রয়জনিও Apps। [পর্ব 5] দেখে নিন আজকের এই পর্বে কি থাকছে আপনাদের জন্য।। আমি আপনাদের ভালোলাগার কথা চিন্তা করেই Apps গুলো বাছাই করেছি।।
  9. Android ফোনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার কালেকশন। আজ নিয়ে নিন আপনার প্রিয় Android ফোনের জন্য সেরা 12+ টি সফটওয়্যার। আপনাদের প্রয়জনের কথা ভেবেই আজকের কালেকশন।। দেখে নিন আপনার কোণটি দরকার [ Mega Collection]
  10. স্বাস্থ্যই সকল সুখের মুল! স্বাস্থ্য ঠিক তো সব ঠিক! স্বাস্থ্য ভাল থাকলে আর কি লাগে? চলুন আপনার স্বাস্থ্য কে সুস্থ রাখার জন্য নিয়ে নিন একগাধা Apps।দেখুন আপনার কোনটা লাগবে। স্বাস্থ্য বিষয়ক সকল Apps নিয়ে Mega টিউন।।
  11. এবার Android ইউজারদের জন্য নিয়ে এলাম একঝুরি Apps। আজকের পর্ব [Sexual Health]। শুধুমাত্র বয়স্কদের জন্য, বাচ্চারা দূরে থাকো [১৮+ টিউন]
  12. Android ইউজারদের জন্য একঝুরি সফটওয়্যার।দেখে নিন সবার কাজে লাগবে ফুল Screeenshot সহ বাবহারবিধি।আর হয়ে উঠুন একজন ডাক্তার + কিছু প্রয়জনিও টুলস [মেগা টিউন]
  13. Android Phone Use করেন অথচ লাইভ tv দেখতে পারেন না এমন অভাগা ভাইয়েরা ডাউনলোড করে নিন Live tv Apps। ১mb খরছ করে ৩ মিনিট tv দেখতে পারবেন। [2G+3G]
  14. পিসির প্রয়জনিও সফটওয়্যার এর সমাহার [পর্ব ১] আজকের কালেকশন ফানি সফটওয়্যার Download করে নিন এবং আপনার পিছি কে বানিয়ে ফেলুন পশুপাখি ও মশা মাছি ও তেলাপোকার আড্ডাখানা পুরাই amazon এর জঙ্গল
  15. বন্ধুদের জন্মদিনে একটু ভিন্নভাবে ইউনিক স্টাইল এ wish করুন।। আপনার ছবি দিয়ে তৈরি করুন বিভিন্ন ভিডিও মাত্র এক ক্লিক এ।
  16. সেলফিবাজ ভাইদের জন্য নিয়ে এলাম আসুস যেনফোন ৫ [Asus Zenphone 5] এর অরিজিনাল ক্যামেরা অ্যাপ।। 
  17. মোবাইল চুরির দিন বুঝি শেষ।। আপনার Pattern খোলার চেষ্টা করলেই তার ছবি আপনার মেইল এ চলে যাবে।। সাথে থাকছে আরও অনেক আকর্ষণীও ফিছার 

Level 0

আমি Rabby Khan। Accounts Executive, Akasbari Holidays, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

""I want to lead a simple & happy life......That`s it""


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই কাজ কি প্রতিবার ব্রাউজার ওপেন করে করা লাগবে(কপি পেষ্টের কাজ গুলা) ????

একবার করলেই হবে

rabbib vai ei site gulote ki kono mb charge hobe na?

না এই সাইট গুলো আপনি সম্পূর্ণ ফ্রী ইউস করতে পারবেন @ধরনী রায়

    রাব্বি ভাই আপনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না । এই রকম পোষ্ঠ দেখার ইচ্ছা হয়। আশা করি আপনার কাছে আরো ভাল কিছু পাব।

ধন্যবাদ আপনার মূল্যবান টিউনমেণ্ট এর জন্য ।। অবশ্যই ভাল কিছু পাবেন । টিটির সাথেই থাকুন @ ধরনী রায়