ছোট্ট একটি টেক্সট ফাইলে নিয়ে নিন ১০০ এরও বেশী প্রয়োজনীয় Run কমান্ড, এবার নিজের কাজকে করে ফেলুন আরও সহজ, জলদি করুন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, ক্যামন আছেন সবাই আশা করি  ভাল আছেন। আমি ও আপনাদের দোয়া ভাল আছি।

এবার আসল কথাই যাই, আমরা সবাই কম বেশীএর বিষয়ে জানি, এবং এখানে কি কাজ করে তাও কম বেশী সবাই জানি। তবে যারা রান এর বিষয়ে জানি না, তাদের কে বলি, উইন্ডো বাটন চেপে ধরে R চাপলেই রান ওপেন হয়ে যাই, নিচের ফটোর মতো

ওখানে কিছু কমান্ড এর দ্বারা নিজের কিছু কাজ শর্টকাট করা যাই,তবে হাতে গোনা কয়েকটা কমান্ড জানি, যেমনঃ

recent
temp
tree   ইত্যাদি

তবে এই গুলা ছারা আরও অনেক কাজ আছে যে গুলা আমরা অনেকেই জানি না।

তাই প্রাই ১০০ এর ও বেশী  কমান্ড নিয়ে আজ আপনাদের কাছে হাজির হলাম, মাত্র ৫ কেবির একটি নোটপ্যাড এর মধ্যে।

নোটপ্যাড টি নামানোর জন্য এখানে ক্লিক করুনঃ Run Commands.txt

টেক্সট ফাইলের মধ্যে কোনটার কাজ কি সেভাবে টেক্সট লেখা আছে, এবার ওখান থেকে একটি করে টেক্সট কপি করে রান এর মধ্যে পেস্ট করে ওকে ক্লিক করুন।

আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থেকবেন, আবার দেখা হবে আল্লাহ হাফেজ।

নিচে আমার কিছু দেয়া টিউনের লিংক দিয়ে দিলাম আশা করি কাজে লাগবে।

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai apnar deya koyek ta link a dhukar cesta korlam. but kono link ei dhuklona.